পৌরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবার পর একে একে সব দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে। এবার মেদিনীপুর পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা বামেদের, তবে সব আসনে পার্থীই দিতে পারলনা বামফ্রন্ট।
- Advertisement -
মেদিনীপুরে কৃষক ভবনে সিপিআইএম এর জেলা সম্পাদক তরুণ রায় বৃহস্পতিবার বিকেলে পৌরসভা নির্বাচনে বামেদের প্রার্থী তালিকা ঘোষণা করেন। মেদিনীপুর পৌরসভার মোট ২৫ টি ওয়ার্ডের মধ্যে মাত্র ১৫ টি ওয়ার্ডে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। যার মধ্যে ৩ টি ওয়ার্ডএ সিপিআই, ১২ টি ওয়ার্ডএ সিপিআইএম প্রার্থী রয়েছেন। যদিও বাকি ১০টি আসনে বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তিকে সমর্থনের জন্য খালি রাখা হয়েছে বলে দাবী জেলা ও শহরের বামফ্রন্ট নেতৃত্বের।
বামেদের প্রার্থী তালিকায় এবার নেই কোন আরএসপি ও ফরওয়ার্ড ব্লক এর প্রার্থীর নাম।