Medinipur : বিপজ্জনক অবস্থা, বীরেন্দ্র শাসমল সেতুতে নিষিদ্ধ ভারী যানবাহন

পশ্চিম মেদিনীপুরে ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে মোহনপুরের কাছে কংসবতী নদীর উপর বীরেন্দ্র শাসমল সেতু বিপজ্জনক হওয়ায় জেলাশাসকের আদেশে বুধবার রাত থেকে বন্ধ হয়ে গেল ভারী যানবাহন চলাচল।

মেদিনীপুরের অন্যতম যোগাযোগের ধমনী ৬০ নম্বর জাতীয় সড়ক। সেই হিসাবে ৫০ বৎসরের প্রাচীন বীরেন্দ্র শাসমল সেতুটি বিশেষ গুরুত্বপূর্ণ। সেতুর একদিকে কলকাতা-মুম্বাই সংযোগ এবং অন্যদিকে আসানসোল-রানীগঞ্জের যোগাযোগ মাধ্যম। সড়ক পথে পরিবহনের একটি বড় চাপ এতদিন ধরে সহ্য করে আসছে সেতুটি। বছর দুয়েক আগে সেতুটির স্বাস্থ্যের কথা বিচার করে সংস্কার শুরু হয়েছিল। কিন্তু বুধবার পরিস্থিতি বিচার করে জেলাশাসকের আদেশে সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই পূর্ত দফতর ও জাতীয় সড়ক কতৃপক্ষের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা পরিস্থিতি খতিয়ে দেখা শুরু করেছেন। সেতু সংস্কারের পাশাপাশি চাপ কমাতে বিকল্প সেতুর চিন্তাভাবনাও শুরু হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

অন্যদিকে বীরেন্দ্র শাসমল সেতুতে বিধিনিষেধের কারণে মালবাহী ভারী যানবাহনগুলিকে বিকল্প রাস্তায় পাঠানো হচ্ছে। ফলে গন্তব্যে পৌঁছাতে প্রায় ৭০ থেকে ৮০ কিমি পথ অধিক অতিক্রম করতে হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ