BRAKING NEWS

Egra Mamata : এগরায় মুখ্যমন্ত্রী, নিহতদের পরিবারকে চেক ও হোমগার্ডে নিয়োগ

এগরার খাদিকুলের অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ১১ দিন পর ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত ও নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী। শনিবার সকাল ১১টা নাগাদ সাক্ষাতের পর নিহতদের পরিবারগুলির হাতে আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেন তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিহতদের পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডের নিয়োগ দিচ্ছে রাজ্য সরকার৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে। আগামী দু’মাসের মধ্যে রিপোর্ট আসবে। অবৈধ বাজি কারখানায় কাজ করে কারও জীবন যেন নষ্ট না হয়।” তিনি আরও জানান, শব্দবাজি তৈরির কারখানা অবৈধ। ফাঁকা জায়গায় গ্রিন ফায়ার ক্র্যাকারের ক্লাস্টার তৈরি হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ছোটদের পড়াশোনা অসুবিধার মুখে পড়লে প্রশাসন সহায়তা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ১১ জনের। ঘটনায় গুরুতর আহত হয়ে ওড়িশা পালিয়ে সেখানের হাসপাতালে ভর্তি হন কারখানার মালিক ভানু বাগ। তাঁর হদিস বের করে সিআইডি। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ওড়িশার হাসপাতালেই মৃত্যু হয় ভানু বাগের।

Leave a Reply