Medinipur : ভুল চিকিৎসার অভিযোগ! গ্রেপ্তারির পর জেলে চিকিৎসক কাঞ্চন ধাড়া

img 20231228 wa0005

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

ভুল চিকিৎসায় রোগিণী মৃত্যুর অভিযোগে গ্রেপ্তার হলেন মেদিনীপুরের সুপরিচিত চিকিৎসক স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ কাঞ্চন ধাড়া। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর অন্তর্বর্তী জামিনের নির্দেশ বাতিল করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালত। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জেলা শহরে।

ঘটনাটি চলতি বছরের সেপ্টেম্বর মাসের। স্ত্রীরোগ জনিত কারণে রোগিণী দিপালী খামরুই(৫২) ডাঃ কাঞ্চন ধারার চিকিৎসাধীন ছিলেন। তাঁরই নির্দেশে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন তিনি। গত ২২ সেপ্টেম্বর ডাঃ ধারার তত্ত্বাবধানে জরায়ুতে টিউমারের অপারেশন হয়৷ এরপর রোগিণীর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে আইসিইউ বিভাগে স্থানান্তরিত করা হয়। রোগিণীর পরিবারের অভিযোগ, সেই সময়ে বারবার বিষয়টি অপারেশনকারী ডাক্তার কাঞ্চন ধারাকে জানানো হলেও তিনি একবারও আসেননি। পরিবর্তে অন্য চিকিৎসকেরা রোগিণীর চিকিৎসা করেন৷ অবস্থা বেগতিক দেখে তাঁরা পুনরায় রোগিণীর অপারেশনের সিদ্ধান্ত নেন। ঝুঁকি নিয়ে ফের অপারেশন হয়৷ অপারেশনের পরে ভোরে রোগিণীর মৃত্যু হয়। এরই প্রেক্ষিতে ডাঃ কাঞ্চন ধারার বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হন রোগিণীর পরিজনেরা। এমনকি সাংবাদিকদের সামনে রোগিণীর পরিবারের অভিযোগ কার্যত স্বীকার করে নেয় নার্সিংহোম কর্তৃপক্ষ।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

সেই মামলায় বুধবার ডাঃ ধারার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল আদালত। কিন্তু বৃহস্পতিবারই সেই নির্দেশ খারিজ করে অভিযুক্ত চিকিৎসকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালত। আলাদতে সওয়াল-জবাব চলাকালীন হাতে প্ল্যাকার্ড নিয়ে আদালর চত্ত্বরে ধর্ণায় বসেছিলেন মৃতার মেয়ে কেয়া মাইতি। আদালতের নির্দেশে আনন্দ প্রকাশ করেছেন তিনি।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ