Medinipur : ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে ডাক্তারিতে ভর্তি, বহিষ্কার ছাত্রী

img 20240202 wa0004

ভুয়ো জাতিগত শংসাপত্র দাখিল করে ভর্তি হয়েছিলেন ডাক্তারি পড়তে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মেদিনীপুর মেডিকেল কলেজ বহিষ্কার করলো এমবিবিএস পাঠরতা অভিযুক্ত প্রথম বর্ষের সেই ছাত্রীকে। সেই সঙ্গে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ মেডিকেল কলেজকে প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে বহিষ্কৃত ছাত্রীকে।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

মেডিকেল কলেজে ভুয়ো জাতিগত শংসাপত্র প্রদান করে ভর্তির মামলাকে কেন্দ্র করে এখন বিতর্ক রাজ্য জুড়ে। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির নজিরবিহীন সংঘাতে পদক্ষেপ করেছে খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মেদিনীপুর মেডিকেল কলেজ অভিযুক্ত এক ছাত্রীকে বহিষ্কার করলো। অভিযুক্ত ছাত্রী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং এমবিবিএস প্রথম বর্ষে পাঠরতা ছিলেন। ঐ ছাত্রীকে বহিষ্কারের পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানা জমা দিতেও নির্দেশ দিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ