তীব্র দাবদাহ ও তাপপ্রবাহের মধ্যে সপ্তাহের শেষে সাময়িক স্বস্তির পূর্বাভাস। বৃহস্পতিবার তাপপ্রবাহ পরিস্থিতির মধ্যে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে মেদিনীপুরে। আবহাওয়া দফতরের তরফে, সপ্তাহের শেষে তাপপ্রবাহ সম্পর্কে কোনো পূর্বাভাস দেওয়া হয়নি।

মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলায় বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে। শুক্র এবং শনিবার তাপপ্রবাহের পূর্বাভাস নেই। সেই সঙ্গে বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। শুক্রবার ও শনিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়।

জনপ্রিয় খবর:  Heat Wave : ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর সহ বঙ্গের ৭ জেলার তাপপ্রবাহের সতর্কতা

হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করেছে উপকূলীয় জেলা গুলিতে। ফলে তৈরি হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বিগত সপ্তাহ থেকে তীব্র তাপপ্রবাহে জ্বলছে জঙ্গলমহল সহ সমগ্র দক্ষিণবঙ্গ। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে কোথাও কোথাও ছুঁয়ে ফেলছে ৪৩ ডিগ্রির গন্ডিও। চলছে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে সপ্তাহের শেষে স্বস্তি পেতে পারেন জেলাবাসী।

জনপ্রিয় খবর:  Heat Wave : গরমে হাতির মৃত্যু ওড়িশায়, জঙ্গলে পাওয়া গেল দেহ