Medinipur Robotics Hackathon : মেদিনীপুরে রোবোটিক্স কর্মশালা, আয়োজনে খড়গপুর ও দিল্লি আইআইটি

Medinipur Robotics Hackathon : মেদিনীপুরে রোবোটিক্স কর্মশালা, আয়োজনে খড়গপুর ও দিল্লি আইআইটি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

আধুনিক সময়ে প্রযুক্তিগত উদ্ভাবন ও উৎকর্ষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি নির্ভরতাও। শিক্ষা ক্রমশ তত্ত্বগত ক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োগভিত্তিক ক্ষেত্রে ধাবিত হচ্ছে। সেই বিষয়টি নজরে রেখেই মেদিনীপুরে মেদিনীপুর বাংলা স্কুলে খড়গপুর ও দিল্লি আইআইটি-র তত্ত্বাবধানে আয়োজিত হল রোবোটিক্স কর্মশালা ও প্রতিযোগিতা।

আরও পড়ুন:  Medinipur : অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের পরিবারের

দিল্লি ও খড়গপুর আইআইটি আয়োজিত রোবোটিক্স হ্যাকাথন বাই স্টুডেন্টস বাই টার্গেট ৮৯, রোবোটিক্স কর্মশালায় মেদিনীপুরের ৭টি স্কুল ও ২টি কলেজের পড়ুয়ারা অংশ নেয়। ১০দিন ধরে পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর আয়োজিত হয় পড়ুয়াদের নিজেদের তৈরি প্রযুক্তি নিদর্শন নিয়ে প্রতিযোগিতা। ইলেকট্রনিকস, মেকানিক্স ও কম্পিউটার সায়েন্সের প্রয়োগবিদ্যাকে কাজে লাগিয়ে নিজেরাই বিভিন্ন রোবোটিক্স নমুনা তৈরি করেছে পড়ুয়ারা। রোবোটিক্সের এই কর্মশালা পড়ুয়াদের প্রযুক্তি ও প্রয়োগবিদ্যার প্রতি উন্মুখ করবে বলেই আশাবাদী আয়োজক থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই।

আরও পড়ুন:  Rojgar Mela : খড়গপুর আইআইটিতে চাকরি মেলা, ১৯৭ জনকে দেওয়া হল নিয়োগপত্র

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ