নেতাই দিবসে নেতাই গেলেন না শুভেন্দু, নেতাই দিবস পালন তৃণমূলের

নেতাই দিবসে নেতাই গেলেন না শুভেন্দু, নেতাই দিবস পালন তৃণমূলের

নেতাই দিবসে নেতাইয়ে রইলেন না শুভেন্দু অধিকারী। তৃণমূলের তরফে যথারীতি পালিত হল নেতাই শহীদ দিবস। মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, মন্ত্রী মানস ভূঁইয়া, বনদপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা, প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা প্রমুখরা।

গত বছর নেতাই দিবস উপলক্ষ্যে শুভেন্দু অধিকারীর নেতাই আগমনকে কেন্দ্র করে তৈরি হয়ে বিশৃঙ্খল পরিস্থিতি। পুলিশ প্রশাসনের তরফে তাঁকে নেতাই প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ এনে সোচ্চার হয়েছিলেন শুভেন্দু। পৃথক ভাবে নেতাই দিবস পালন করেছিল তৃণমূল ও অন্য সংগঠন। পৃথক ভাবে নেতাই দিবস স্মরণে কর্মসূচি ছিল রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। কিন্তু পুলিশি বাধায় নেতাই প্রবেশ করতেই পারেননি তিনি। এরপর রাজ্যপালের তরফে ডিজির কাছে রিপোর্ট তলবও করা হয়েছিল। এই বছর নেতাই গেলেন না শুভেন্দু।

আরও পড়ুন:  Jhargram : মহাশীষ মাহাতোর উদ্যোগে তালাবন্ধ কারখানার শ্রমিকদের শ্রম দফতরের ভাতা

শনিবার বেলা ১১ টা নাগাদ নেতাইয়ে শহীদ বেদীতে মাল্যদান করেন উপস্থিত মন্ত্রী ও বিধায়করা৷ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে স্থানীয় গ্রামবাসীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য ভাবে কম। শ্রদ্ধাজ্ঞাপনের পর গ্রামবাসীদের হাতে শীতবস্ত্র ও অন্যান্য পোশাক পরিচ্ছদ তুলে দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ