Jhargram : মহাশীষ মাহাতোর উদ্যোগে তালাবন্ধ কারখানার শ্রমিকদের শ্রম দফতরের ভাতা

Jhargram : মহাশীষ মাহাতোর উদ্যোগে তালাবন্ধ কারখানার শ্রমিকদের শ্রম দফতরের ভাতা

বিগত কয়েক বছর ধরে ঝাড়গ্রামের তালাবন্ধ কাগজকলের শ্রমিকদের নতুন বছরের প্রারম্ভে এককালীন ভাতা দিল রাজ্য শ্রম দফতর। জানা গিয়েছে, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মহাশীষ মাহাতোর ঐকান্তিক প্রচেষ্টার ফলেই তা সম্ভব হয়েছে৷ মকর পরবের প্রাক্কালে হাসি ফুটেছে ৯৮ টি শ্রমিক পরিবারের মুখে৷

ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া বালাজি কাগজ কলে প্রায় দুই বছর আগে ২০২১ সালের ১৫ ই মার্চ ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ নোটিশ ঝোলে। এরপর মালিক পক্ষকে ঘেরাও করে বিক্ষোভ চলে পরিদর্শনের সময়৷ কিন্তু প্রতিশ্রুতি সত্ত্বেও সমহারে বকেয়া মজুরি মেটানো হয়নি বলে অভিযোগ আনেন শ্রমিকেরা। এরপরেই শ্রম দফতরের ফাওলই প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের ভাতা পাওয়ার বিষয়ে উদ্যোগী হন আইএনটিটিইউসি-র জেলা সভাপতি মহাশীষ মাহাতো।

আরও পড়ুন:  Jhargram: বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ, ভারত জাকাত মাঝি পরগনা মহলের ডাকে ‘চাক্কা জ্যাম’

স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় সাড়ে চারশো শ্রমিক কারখানার উপর নির্ভরশীল থাকলেও সমস্থ নথি খতিয়ে দেখে ৯৮ জন শ্রমিককে ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে শ্রম দফতর। শ্রমিকেরা মাসিক ১৫০০ টাকা হিসেবে ২০২১ সালের অক্টোবর মাস থেকে ২০২২ সালের অক্টোবর মাস পর্যন্ত ভাতা ও এককালীন বোনাস মিলিয়ে ১৯,৫০০ টাকা করে পেয়েছেন। শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, ঐ শ্রমিকদের যাঁদের বয়স ৫৮ বছরের নীচে তাঁরা ঐ বয়স পর্যন্ত নিয়মিত ১৫০০ টাকা করে মাসিক ভাতা পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ