Bankura : দুঃস্থ মানুষদের সাহায্যর্থে দান অশীতিপর বৃদ্ধার

img 20240102 wa0004

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

অসহায় দুঃস্থ মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এলেন অশীতিপর বৃদ্ধা প্রতিমা চক্রবর্তী। শীতকালে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করতে নিজের সঞ্চয় থেকে ত্রিশ হাজার টাকা তুলে দিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের বাঁকুড়া জেলার রানীবাঁধ শাখার অধ্যক্ষ মহারাজের হাতে।

বাঁকুড়া জেলার তালডাংরা থানার হাড়মাসড়া গ্রামের বাসিন্দা প্রতিমা চক্রবর্তী। তাঁর স্বামী প্রয়াত তারানন্দ চক্রবর্তী ছিলেন বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার জাম্বনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তারানন্দবাবু কলকাতা সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকারের তরফে তাঁর অবদানের জন্য সম্মানিত হয়েছিলেন। ২০০১ সালে রাষ্ট্রপতির কাছ থেকে পেয়েছিলেন ‘জাতীয় শিক্ষকের’ সম্মান। বর্তমানে তিনি প্র‍য়াত। তাঁর স্ত্রী প্রতিমাদেবী বার্ধক্যজনিত কারণে প্রায় গৃহবন্দি। জঙ্গলমহলের শীতে শীতবস্ত্রের অভাবে অনেক সময় অনেক মানুষ কষ্ট পান। তাঁদের অসহায়তায় পাশে দাঁড়াতেই নিজের পেনশনের জমানো টাকা থেকে ভারত সেবাশ্রম সঙ্ঘকে এই দান।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ