Abhishek Banerjee : ইডির জালে অভিষেকের সংস্থা! হবে সম্পত্তি বাজেয়াপ্ত

images 2024 01 02t174358.050

চাঞ্চল্যকর অবস্থান প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত মামলায়। আলোচনার কেন্দ্রে ‘লিপ‌্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থা। এই সংস্থার আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জানালো ইডি। তাৎপর্যপূর্ণ ভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থাটির সিইও পদে রয়েছেন।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 2/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে ‘কালীঘাটের কাকু’ বলে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে ইডি। তিনি উল্লিখিত ‘লিপ‌্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সঙ্গে যুক্ত। মামলার প্রেক্ষিতেই অভিষেকের আয়ের উৎস জানতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। গত ১৪ ডিসেম্বর ইডি মুখবন্ধ খামে তা জমা দিয়েছে। সংস্থা সংক্রান্ত আরও অনেক তথ্য জমা পড়ে আদালতে। তারই প্রেক্ষিতে মঙ্গলবার আদালতে ইডি জানায়, ‘লিপ‌্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার অধীনে থাকা আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে তারা। সম্পত্তির মূল্য সাড়ে সাত কোটি টাকা।

আরও পড়ুন:  ভোট তো পরের কথা! প্রচারে যেতেই তৃণমূলের প্রার্থীকে ঘিরে বিক্ষোভ

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ