Jhargram: মানবিক পুলিশ! রাতের টহলে উদ্ধার হওয়া মানসিক ভারসাম্যহীন যুবক ফিরলেন বাড়ি

Jhargram: মানবিক পুলিশ! রাতের টহলে উদ্ধার হওয়া মানসিক ভারসাম্যহীন যুবক ফিরলেন বাড়ি

পুলিশের(Police) মানবিক দৃষ্টান্তর নিদর্শন। সৌজন্যে ঝাড়গ্রাম(Jhargram) থানা। রাতের টহলে উদ্ধার হওয়া আংশিক ভাবে মানসিক ভারসাম্যহীন যুবক প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর ফিরলো ওড়িশায় নিজের বাড়ি।

গত ১৩ ই সেপ্টেম্বর রাত ২ টো নাগাদ রাতের টহল চলাকালীন ঝাড়গ্রাম থানার অন্তর্গত দহিঝুড়ি এলাকায় টহলদারি অফিসার এক যুবককে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখেন৷ কথা বলে তিনি বুঝতে পারেন ঐ যুবক আংশিক ভাবে মানসিক ভারসাম্যহীন। নিজের পরিচয় তিনি সঠিক ভাবে দিতে পারছিলেন না। ঐ যুবককে থানায় নিয়ে আসা হয়। বিভিন্ন ভাবে প্রচেষ্টার পর জানা যায়, ঐ যুবকের নাম ব্রজকিশোর মল্লিক (৩৫)। ওড়িশার ভদ্রক জেলার বাসুদেবপুর থানার অন্তর্গত অধুয়ান অঞ্চলের বাসিন্দা তিনি।

আরও পড়ুন:  শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের মন্ত্রী বীরবাহা হাঁসদার

এর পরেই সংশ্লিষ্ট থানার মাধ্যমে যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। জানা যায়, গত প্রায় দুই মাস ধরে ঐ যুবক নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রাতে যুবকের আত্মীয়রা ঝাড়গ্রাম থানায় আসেন। অবশেষে ব্রজকিশোরকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ