Medinipur : গাছতলায় জেলাশাসক ও পুলিশ সুপার! করলেন সমস্যা সমাধান

img 20240121 wa0003

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

গাছতলার চাতালে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি ও পুলিশ সুপার ধৃতিমান সরকার। সেখানে বসেই শুনলেন গ্রামবাসীদের সমস্যার কথা। করলেন সমাধানও।

‘সমস্যা সমাধান কর্মসূচি’ শুরু হয়েছে শনিবার থেকে। সেই কর্মসূচিতেই জেলার নারায়ণগড় ব্লকের লোধা অধ্যুষিত কাশিপুর এলাকায় উপস্থিত হন জেলাশাসক খুরশিদ আলি কাদরি ও পুলিশ সুপার ধৃতিমান সরকার। এলাকায় গাছতলায় বাঁধানো চাতালেই বসে পড়েন তাঁরা। সরাসরি গ্রামবাসীদের কাছে তাঁদের অসুবিধার বিষয়ে জানতে চান। জেলার শীর্ষ আধিকারিকদের পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এলাকাবাসী। বিডিওকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন জেলাশাসক। তা ছাড়াও জাতিগত শংসাপত্র পাওয়ার বিষয়ে একাধিক অভিযোগ শোনার পর স্পেশাল ক্যাম্প করার আশ্বাস দিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা জুড়ে এমন চার হাজার শিবির হবে যেখানে আধিকারিকরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন:  ভোটে জিতলেই তৃণমূলের দখলে থাকা বামফ্রন্টের পার্টি অফিস ফেরত দেবেন বিজেপি নেতা

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ