Jhargram : ভয়াবহ অবস্থা সাঁকরাইলের আনন্দপুর স্কুলে, জরাজীর্ণ রুমেই চলছে ক্লাস

Jhargram : ভয়াবহ অবস্থা সাঁকরাইলের আনন্দপুর স্কুলে, জরাজীর্ণ রুমেই চলছে ক্লাস

দেওয়াল জুড়ে বড় বড় ফাটল, কোথাও ঝুলে রয়েছে চাঙড়, খসে পড়ছে প্লাস্টার! সেই জরাজীর্ণ ক্লাস রুমেই পঠনপাঠন চলছে পড়ুয়াদের। ঘটনাস্থল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আনন্দপুর প্রাথমিক বিদ্যালয় ও আনন্দপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র।

আরও পড়ুন:  Elephant : হাতির তাণ্ডবে দিশেহারা, ঝাড়গ্রামের সাঁকরাইলে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

জরাজীর্ণ ক্লাস রুমে ফাটল, খসে পড়া প্লাস্টারের মধ্যেই ক্লাস চলছে আনন্দপুর প্রাথমিক বিদ্যালয়। ততটা খারাপ অবস্থা না হলেও ফাটল দেখা গিয়েছে আনন্দপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের অফিস রুমে ও ক্লাসরুমেও। যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা। শিক্ষকদের একাংশের অভিযোগ, প্রসাশনের কাছে বারবার দরবার করা হলেও অবস্থার সমাধান হয়। এমতাবস্থায় কচিকাঁচাদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন অভিভাবকেরা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে শিক্ষার স্বাধীনতা যখন লক্ষ্য, ভয়মুক্ত ক্লাস রুম চাইছেন আনন্দপুরের ছাত্রছাত্রীরা।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ