Paschim Medinipur : ক্ষীরপাইয়ে বেহাল রাস্তা, অবরোধ এলাকার মহিলাদের

Paschim Medinipur : ক্ষীরপাইয়ে বেহাল রাস্তা, অবরোধ এলাকার মহিলাদের

দীর্ঘদিন ধরে বেহাল পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার তেলিবাজার এলাকার রাস্তা। বারংবার প্রশাসনের কাছে আবেদন করেও মেলেনি সুরাহা। এমনকি এলাকাবাসীর অভিযোগ, ‘দিদিকে বলো’তে ফোন করেও কাজ হয়নি। তাই রাস্তা সারাইয়ের দাবিতে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করলেন এলাকার মহিলারা। পৌর কর্তৃপক্ষ ও পুলিশের দীর্ঘক্ষনের প্রচেষ্টায় ও আশ্বাসের পর ওঠে অবরোধ।

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

জানা গিয়েছে, তেলিবাজার এলাকার রাস্তাটি এমনিতেই বেহাল। রয়েছে একাধিক গর্ত। সেই সঙ্গে বৃষ্টিতে জল জমে আরো খারাপ অবস্থার সৃষ্টি হয়। কিন্তু পৌরসভার ৩, ৬, ৭ নম্বর ওয়ার্ড সহ একাধিক গ্রাম পঞ্চায়েত রাস্তাটির উপর নির্ভরশীল। এলাকাবাসী মহিলারা রাস্তা সারাইয়ের দাবিতে এইদিন রাস্তায় গাছের ডালপালা ফেলে ও বেঞ্চ পেতে রাস্তা অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরোধের পর পৌর কর্তৃপক্ষর আশ্বাসে ও পুলিশের সহযোগিতায় অবরোধ ওঠে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, রাস্তা তৈরির জন্য টেন্ডার হয়েছে। কাজ দ্রুত শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ