অন্য স্কুলে বদলির জন্য লাগবে ঘুষ, ঘাটালের স্কুলে আদালতের নির্দেশে সিআইডি তদন্ত

অন্য স্কুলে বদলির জন্য লাগবে ঘুষ, ঘাটালের স্কুলে আদালতের নির্দেশে সিআইডি তদন্ত

ঘাটালের মনশুকা লক্ষ্মীনারায়ন হাইস্কুলের এক শিক্ষকের অভিযোগ বদলির জন্য নো-অবজেকশন সার্টিফিকেট দিতে তাঁর কাছে দাবি করা হয়েছে টাকা। তাঁর অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের হুমগড় এলাকার বাসিন্দা গণেশ রজক ঘাটালের মনশুকা লক্ষ্মীনারায়ন হাইস্কুলের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত। তিনি পারিবারিক অসুস্থতার কারণে বাড়ির কাছাকাছি স্কুলে বদলি পেতে সরকারী উৎস শ্রী পোর্টালে আবেদন করেন। কিন্তু স্কুলের পরিচালক কমিটির তরফে তাঁকে নো-অবজেকশন না দিয়ে আবেদন বাতিল করা হয়। এরপরেই কলকাতা হাইকোর্টে মামলা করেন ঐ শিক্ষক।

আরও পড়ুন:  Medinipur: নিখোঁজ শিশুর সন্ধানে প্রশিক্ষিত কুকুর ও ড্রোন নামালো পুলিশ

মামলাকারী শিক্ষকের অভিযোগ, অন্যায় ভাবে তাঁর আবেদন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে স্কুলের তরফে নো-অবজেকশন সার্টিফিকেট দেওয়ার জন্য স্কুল পরিচালন কমিটির এক সদস্য অসিতকুমার গোস্বামী তাঁর কাছে ১ লক্ষ টাকা দাবি করেন বলেও হলফনামা দিয়ে আদালতে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে নিজের দাবির সপক্ষে এক অডিও রেকর্ডিংও দাখিল করেছেন আদালতে। এরপরেই কলকাতা হাইকোর্টের তরফে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল পরিচালন কমিটির সভাপতি অনুপকুমার সামন্ত ও সদস্য অসিতকুমার গোস্বামীর সিআইডি হাজিরা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ