School Teacher: সবুজ সাথীর সাইকেল বিক্রি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও স্কুল শিক্ষক

School Teacher: সবুজ সাথীর সাইকেল বিক্রি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও স্কুল শিক্ষক
আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি অন্যান্য প্রকল্প গুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প সবুজ সাথী সাইকেল বিতরণ।

বিনামূল্যে এই সাইকেল পেয়ে উপকৃত হয়েছে হাজারো মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের পড়ুয়ারা। তবে বিনামূল্যে প্রাপ্য এই সাইকেল স্কুল থেকে চুরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো খোদ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলতলি ব্লকের কৈখালির বিকেআরএম ইনস্টিটিউটে।

অভিযুক্ত শিক্ষকের নাম অমলেন্দু বাছাড়। তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন স্থানীয় এক দোকানে অমলেন্দু বাবু স্কুলের সাইকেল বিক্রি করেছেন ১ হাজার টাকার বিনিময়ে। ঠিক সেই সময় স্থানীয় বাসিন্দারা তাকে সাইকেল বিক্রি করতে দেখতে পেয়েই হাতে নাতে পাকড়াও করে।তবে এই প্রথম নয় এর আগেও তিনি একাধিক সরকারি সবুজ সাথী প্রকল্পের সাইকেল বাইরে বিক্রি করেছেন বলে অভিযোগ।যদিও বিকেআরএম ইনস্টিটিউটের স্কুলশিক্ষক অমলেন্দু বাছাড় এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।তার দাবি, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।যদিও ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

এই নিয়ে স্থানীয় বাসিন্দা শ্যামল বৈদ্য জানান, তারা বিষয়টি হাতেনাতে ধরেছেন।যে দোকানে বিক্রি করা হয়েছিল সেই সাইকেল দোকানের মালিক পাঁচু হালদার জানান, তিনি টাকার বিনিময়ে সাইকেল কিনেছিলেন। এদিকে যিনি তার ছেলের জন্য সাইকেল কিনেছিলেন সেই গীতা মন্ডল জানান, ছেলে সাইকেল কিনে দেওয়ার জন্য আবদার করছিল।

নতুন সাইকেল কিনে দেওয়ার ক্ষমতা তার নেই।তাই তিনি যখন জানতে পারেন, স্কুল থেকে ১ হাজার টাকার বিনিময়ে পুরনো সাইকেল বিক্রি করা হচ্ছে তাই সাইকেল কেনার জন্য তিনি ১ হাজার টাকা দেন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ