শিক্ষকে-শিক্ষকে মারপিট স্কুলে, আক্রান্ত প্রধান শিক্ষক, শিক্ষাকর্মী হাসপাতালে

শিক্ষকে-শিক্ষকে মারপিট স্কুলে, আক্রান্ত প্রধান শিক্ষক, শিক্ষাকর্মী হাসপাতালে

শুক্রবার চাঞ্চল্যকর ঘটনা বীরভূমের সিউড়ির অজয়পুর উচ্চ বিদ্যালয়ে। স্কুলে দেরিতে আসায় প্রধান শিক্ষক বাধা দিয়েছিলেন হাজিরা খাতায় সই করতে। তা নিয়েই এক শিক্ষক প্রথমে কথা কাটাকাটি, বচসা তারপর হাতাহাতিতে জড়ালেন প্রধান শিক্ষকের সঙ্গে। সে সময় এক শিক্ষাকর্মী বাধা দিতে যান। অভিযোগ, তাঁকেও মারধর করেন ঐ শিক্ষক।

জানা গিয়েছে, সিউড়ির অজয়পুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশিস খাগ সময়ের চেয়ে অনেক দেরিতে স্কুলে আসায় প্রধান শিক্ষক আশিস গড়াই তাঁকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে নিষেধ করেন। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের উপর চড়াও হন দেবাশিসবাবু। কলার চেপে গলা টিপে ধরেন তিনি। এমন অবস্থায় স্কুলের শিক্ষাকর্মী অভিজিৎ ভাণ্ডারি প্রধান শিক্ষককে উদ্ধার করতে গেলে তাঁকে মাটিতে ফেলে প্রচন্ড মারধর করেন দেবাশীষবাবু।

শিক্ষাকর্মী অভিজিৎ ভাণ্ডারির নাক থেকে প্রচন্ড রক্তপাত হয় বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি সিউড়ি সদর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ