BRAKING NEWS

Medinipur : জঙ্গল ও ঔষধি বিষয়ে সেমিনার রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে

Medinipur : জঙ্গল ও ঔষধি বিষয়ে সেমিনার রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে, GNE BANGLA

জঙ্গল ও ঔষধি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হল মেদিনীপুর রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে। মানবজীবনে জঙ্গল ও তার সঙ্গে সম্পৃক্ত ঔষধির গুরুত্ব নিয়ে আলোচনা হয় সেমিনারে।

এইদিন মেদিনীপুর রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে সেমিনারে অংশ নেন রয়েল সোসাইটির অফ কেমিস্ট্রির সমীর কান্তি দত্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বোটানির অধ্যাপক কৃষ্ণেন্দু আচার্য, ভবানীপুর এডুকেশন সোসাইটি কলকাতা থেকে অনুপ শিকদার, কলেজের অধ্যক্ষা জয়শ্রী লাহা প্রমুখরা। নিজের বক্তব্যে, জঙ্গল ও ঔষধির গুরুত্ব বিষয়ে আলোচনার সময় কৃষ্ণেন্দু আচার্য বলেন, লাল মাটির শালগাছের জঙ্গলে অস্ট্রিয়াস হাইগ্রোমেস্ট্রিকাস মাশরুম পাওয়া যায় । প্রচলিত নাম কুটকুট ছাতু। এই মাশরুম থেকে মানব দেহের বিভিন্ন রোগের প্রতিশেধক হিসেবে কাজ করে। লিভার, ফুসফস ও হার্ট-এর রোগে, ক্যান্সার কোষ মোকাবিলায়, কোলেস্টেরল কমাতে, ব্লাড সুগার, গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। খাদ্য হিসেবে পুষ্টিগুণও যথেষ্ট বেশি, কম ফ্যাট কিন্তু যথেষ্ট পরিমাণ ফাইবার রয়েছে। উপস্থিত অন্যান্যরাও বিভিন্ন ক্ষেত্রে জঙ্গলের গুরুত্ব ব্যাখ্যা করেন।

Keshpur : কঙ্কালকাণ্ড নিয়ে সুশান্ত ঘোষকে আক্রমণ শিউলি সাহার