DA: ‘হাইকোর্টের তো টাকা জোগাড়ের দায় নেই’, ডিএ নিয়ে বিতর্কিত মন্তব্য সৌগত রায়ের

DA: 'হাইকোর্টের তো টাকা জোগাড়ের দায় নেই', ডিএ নিয়ে বিতর্কিত মন্তব্য সৌগত রায়ের

রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা তথা ডিএ মামলায় হাইকোর্টের রায় প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

ডিএ মামলা নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ মে মাসে মহার্ঘ্য ভাতা সংক্রান্ত মামলায় আগামী তিন মাসের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ পরিশোধ করার নির্দেশ দেয়। সেই সঙ্গে ডিএ একজন কর্মচারীর মৌলিক অধিকার বলেও মন্তব্য করে আদালত। গত বৃহস্পতিবার সেই রায় নিয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। অনলাইনে দাখিল হয়েছে রিভিউ পিটিশন। তারই মধ্যে আদালতের ডিএ সংক্রান্ত নির্দেশ নিয়ে বিতর্কিত মন্তব্য সৌগত রায়ের।

আরও পড়ুন:  Akhil Giri : ফের ক্ষমাপ্রার্থনা অখিল গিরির, রাষ্ট্রপতি নিয়ে মন্তব্যের জন্য “অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী”

তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, “হাইকোর্টের তো টাকা জোগাড় করার দায় নেই, তারা রায় দিয়েই খালাস। রাজ্য সরকারকে তো তহবিলের দিকটা দেখতে হবে।” সেই সঙ্গে তাঁর সংযোজন, “সরকারি কর্মচারীদের প্রতি রাজ্য সরকার সহানুভূতিশীল, কিন্তু রাজ্য সরকারের আর্থিক অবস্থাও বিবেচনা করে দেখতে হবে।” রিভিউ পিটিশন দাখিল নিয়ে তাঁর সাফাই, “ডিএ বাকি রয়েছে, কর্মীদের দাবিও সরকার বোঝে। কিন্তু বিষয়টা আর একটু খতিয়ে দেখা দরকার বলেই পিটিশন দাখিল করা হয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ