Medinipur : জাতীয় পতাকা তৈরি করলো প্রাথমিক স্কুলের খুদেরা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে কচিকাঁচাদের উদ্যোগ

Medinipur : জাতীয় পতাকা তৈরি করলো প্রাথমিক স্কুলের খুদেরা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে কচিকাঁচাদের উদ্যোগ

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
আসন্ন ১৫ আগস্ট, দেশের স্বাধীনতা দিবস। দিনটি সারাদেশের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। সূচীতে থাকে পতাকা উত্তোলন থেকে প্রভাত ফেরি সহ বিভিন্ন অনুষ্ঠান। সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রাথমিক স্কুলের কচিকাঁচাদের অভিনব উদ্যোগ৷ নিজেদের হাতেই জাতীয় পতাকা তৈরি করলো তারা।

আরও পড়ুন:  Garbeta : বকেয়া বিল সহ একাধিক দাবিতে ডেপুটেশন অঙ্গনওয়ারী কর্মীদের

পশ্চিম মেদিনীপুরের জেলার মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেরাই বানালো জাতীয় পতাকা। নিজেদের বানানো সেই জাতীয় পতাকাগুলি নিয়ে স্বাধীনতা দিবসের সকালে প্রভাত ফেরিতে অংশ নেবে তারা৷ সেই সঙ্গে নিজেরাই হাতে রং তুলি নিয়ে বিদ্যালয়ের খুদেরা স্কুলের দেওয়ালে ফুটিয়ে তুলনো রংবেরঙের ছবি। স্বাধীনতা দিবসের আগে শিক্ষার সঙ্গে সৃজনশীল ভাবনার বিকাশে মেতে উঠলো স্কুলের ছাত্রছাত্রীরা।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ