Jhargram : সাঁকরাইল থানার ওসির গ্রেপ্তারির দাবি শুভেন্দু অধিকারীর

Jhargram : সাঁকরাইল থানার ওসির গ্রেপ্তারির দাবি শুভেন্দু অধিকারীর

ক্যানসার আক্রান্ত বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে সাঁকরাইল থানার ওসির অপসারণ ও গ্রেপ্তারির দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ঝাড়গ্রামের সাঁকরাইল থানার অন্তর্গত তুঙ্গাধূয়া গ্রামে এসে তৃণমূল কংগ্রেসমমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি। কটাক্ষ করেন পুলিশকেও।

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অন্তর্গত তুঙ্গাধূয়া গ্রামের জেলা পরিষদের বিজেপি প্রার্থী শুভঙ্কর মাহাতো। বিজেপিঅভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই পুলিশের তরফে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। কিন্তু শুভঙ্করবাবু মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় বাড়িতে এসে ক্যানসার আক্রান্ত প্রার্থীকে মারধর করেন সাঁকরাইল থানার ওসি।

আরও পড়ুন:  Panchayet Election : তৃণমূলে ৫৬ জন নেতা-কর্মী সাসপেন্ড, পঞ্চায়েতে নির্দল প্রার্থী হওয়ায় পদক্ষেপ

এই দিন ঘটনাস্থলে আসেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। যে ভাবে পুলিশ জেলা পরিষদের ক্যানসার আক্রান্ত প্রার্থীকে আক্রমণ করেছে তাতে প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিরপেক্ষ নয়। তারা পার্টির ক্যাডারের থেকেও অধম।” সাঁকরাইল থানার অসি সম্পর্কে তাঁর অভিযোগ, “বহু থানাতে এনার কুকীর্তি আছে। বালি তোলায় মাস্টার। এই অফিসার কোনও বিরোধী দলকেই নমিনেশন করতে দেয়নি। সাঁকরাইল ব্লকে বিজেপি ২০১৮ সালে পঞ্চায়েত সমিতি ও অধিকাংশ পঞ্চায়েত দখল করেছিল। তাই দলদাস ওসিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও ভাইপোর গুন্ডামি।” তিনি অভিযোগ করেন, পুলিশ শুভঙ্করের বিরুদ্ধে দুটো মিথ্যা মামলা করেছে। তিনি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দেন।

আরও পড়ুন:  Panchayet Election : ভোটের আগেই বিরোধীদের জয়, কোর্টের ধাক্কায় ২২ কোম্পানি থেকে ৮২২ কোম্পানি বাহিনী

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ