Suvendu Adhikari : ‘নো ভোট টু মমতা’ স্লোগান তুলে মমতাকে ‘প্রাক্তন’ করার ডাক শুভেন্দুর

Suvendu Adhikari : 'নো ভোট টু মমতা' স্লোগান তুলে মমতাকে 'প্রাক্তন' করার ডাক শুভেন্দুর

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার চন্দ্রকোনার ঝাঁকরায় সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভাতে ‘নো ভোট টু মমতা’ স্লোগান লেখা টি শার্ট পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ করার ডাক দিলেন শুভেন্দু।

এইদিন সভামঞ্চে অভিনব শুভেন্দুর টি শার্ট। তাতে লাল হরফে বড়ো বড়ো করে লেখা ‘নো ভোট টু মমতা।’ তিনি বলেন, “বিজেপিতে যোগ দেওয়ার পর মোদীজি, অমিত শাহ ও নাড্ডাজি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর দায়িত্ব আমাকে দিয়েছিলেন। সেই কাজ করেছি। মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার কাজ এখনও বাকি। আপনাদের সঙ্গে নিয়ে সেই কাজও করব।”

আরও পড়ুন:  Paschim Medinipur : প্রেমিককে নিয়ে চুলোচুলি দুই প্রেমিকার, ভাইরাল ভিডিও-তে সরগরম সমাজমাধ্যম

তৃণমূলকে আক্রমণ করে বিরোধী দলনেতা আরও বলেন, “তৃণমূলকে একদম তুলে ফেলতে হবে, একদম ভয় পাবেন না। উত্তরপ্রদেশ, গুজরাটে রামনবমীর এত মিছিল হয়েছে, একটাও ঘটনা ঘটেনি। তৃণমূলের পাশ থেকে সংখ্যালঘুরা সরে যাচ্ছেন। বগটুই, আনিস খান ও সাগরদিঘির উপনির্বাচনের পর সংখ্যালঘুরা ভুল বুঝতে পেরেছেন। এনআরসি-র নামে তাঁদের ব্যবহার করেছে, এটা সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন।” শুভেন্দুর অভিযোগ, “মুখ্যমন্ত্রী বিভেদ তৈরির চেষ্টা করছেন। হাওড়া ও রিষড়ার হিংসার ঘটনায় তৃণমূলের গুন্ডারা যুক্ত। হাত থেকে ভোট বেরিয়ে যাচ্ছে তাই এই কাজ করানো হচ্ছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ