চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মহিশা গ্রামের মনসা মন্দিরে আজ বিখ্যাত মনসা পুজো৷ বসেছে মেলাও। সে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলো মেদিনীপুর সদর ব্লকের তেতুলতলা এলাকায়। ঘটনায় আহত প্রায় ১৫ জন।

জানা গিয়েছে, মঙ্গলবার মহিশা গ্রামের মনসা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন কেশপুর ব্লকের আনন্দপুর অঞ্চলের কিছু যুবক। মেদিনীপুর সদর ব্লকের তেতুলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তাঁদের পিকআপ ভ্যানটি। ঘটনায় আরোহী প্রায় ১৫ জন যুবক আহত হয়েছেন৷ স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। তাঁরা এখন সেখানেই চিকিৎসাধীন।

জনপ্রিয় খবর:  Paschim Medinipur : অপরাজিতার নীল চা থেকে জবা ফুলের লাল চা, বৈচিত্র‍্যের স্বাদ গণেশের 'চায়ের আড্ডা'য়