Medinipur : সংগ্রহের দ্বিশতাধিক বই জেলা গ্রন্থাগারে দান, প্র‍য়াত পিতার ইচ্ছার মর্যাদা শিক্ষিকার

img 20230619 wa0009

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

প্র‍য়াত পিতার ইচ্ছাকেই মর্যাদা দিলেন মেদিনীপুরের আবাস এলাকার বাসিন্দা মেদিনীপুর শহরের মিশন গার্লস স্কুলে শিক্ষিকা সুজাতা বসু। তাঁর পিতার সংগ্রহের দ্বিশতাধিক বই তিনি দান করলেন পশ্চিম মেদিনীপুর জেলা গ্রন্থাগারে।

মেদিনীপুরের ওল্ড এল আই সি মোড়ের ‘ছাপালেখা’ প্রেসের কর্ণধার প্রয়াত মুসাবাবু শিক্ষিকা সুজাতা বসুর বাবা৷ শিক্ষা অনুরাগী ও আমৃত্যু পড়ুয়া ছিলেন তিনি। সংগ্রহ করেছিলেন বহু বই। সুজাতা দেবীর কথায়, “বাবা বলতেন, যে বইগুলো বা অন্য কোনো জিনিস তোমার আর কাজে লাগছে না,সেটা অন্য কাউকে দিয়ে দিও,সেটা তাদের কাজে আসতে পারে।” সেই শিক্ষাকেই পাথেয় করে পিতার সংগ্রহের ২০৪টি বই জেলা গ্রন্থাগারে দান করলেন তিনি। সেই তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ মুজতবা আলী,তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়দের বিখ্যাত সাহিত্যিকদের রচনাবলী যেমন রয়েছে। তেমনিই রয়েছে বাংলা সাহিত্যের গবেষণামূলক বই, গল্পের বই, বিদ্যালয়ের প্রয়োজনীয় বইও।

আরও পড়ুন:  Medinipur : শেষ দু’দিনে সব আসনে মনোনয়ন তৃণমূলের, উন্নয়নের প্রতিশ্রুতি প্রার্থীদের

সুজাতা দেবী তাঁর প্রাক্তন ছাত্রী মনীষিতা বসুকে প্রথম জানান বইদানের ইচ্ছার বিষয়ে। মণীষিতা যোগাযোগ করেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের সম্পাদক সুভাষ জানার সঙ্গে। সুভাষবাবু জেলা গ্রন্থাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং সম্প্রতি বইগুলো জেলা গ্রন্থাগার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। সেই কর্মসূচিতে বোন সুকন্যা নায়েকের সঙ্গে উপস্থিত ছিলেন সুজাতা বসু। এছাড়াও ছিলেন সমাজকর্মী সুভাষ জানা, মৃত্যুঞ্জয় সামন্ত প্রমুখরা। গ্রন্থাগার কর্তৃপক্ষের তরফে বইগুলো গ্রহণ করেন জেলা গ্রন্থাগারিক তনুশ্রী গুইন। সুজাতা দেবীর বার্তা, “সবাইকে বলবো বইকে বন্ধু হিসেবে বেছে নাও। নিজেরাও বই পড়ো আর অন্য কে পড়ার সুযোগ করে দাও।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ