Medinipur : শেষ দু’দিনে সব আসনে মনোনয়ন তৃণমূলের, উন্নয়নের প্রতিশ্রুতি প্রার্থীদের

img 20230616 wa0009

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুর জেলায় বিশেষ সমস্যা ছাড়াই মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়েছে বৃহস্পতিবার। শেষ দু’দিন মনোনয়ন জমা দিয়েই জেলার সব আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। বৃহস্পতিবার সমস্ত জেলা পরিষদের আসনে মনোনয়ন জমা দেন তৃণমূলের হেভিওয়েটরা জেলা নেতারা।

এইদিন খড়গপুর মহকুমা অফিসে মনোনয়ন জমা দেন বিধায়ক তথা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি, মহিলা তৃণমূলের সভানেত্রী মামনী মাণ্ডি, রাজ্য সম্পাদক কল্পনা শীট, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স, দাঁতন ব্লকের নেতা প্রতুল দাস সহ ২২ জন।

আরও পড়ুন:  Medinipur : তৃণমূলের ঘর ভাঙালো বিজেপি, শতাধিক কর্মীর দলবদল নির্বাচনের আগে

মনোনয়ন পত্র জমা দিয়ে দাঁতন ব্লকের প্রতুল দাস বলেন, “এই প্রথম জেলা পরিষদের প্রার্থী হয়েছি, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়কে ধন্যবাদ। আমি নির্বাচিত হলে পশ্চিম মেদিনীপুর তথা দাঁতনের পানীয় জল, সেচের জন্য ডিপ টিউবওয়েল, সরশংকা দিঘি সংস্কার, দাঁতনের বৌদ্ধবিহার তথা মোগলমারি সংস্কার সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করবো।”

সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলার রাজনীতিতে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার ‘রাজনৈতিক শিষ্য’ হিসাবে পরিচিত আবু কালাম বক্স জানান, “প্রথমবার জেলা পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছি। এলাকায় রাস্তাঘাটের কিছু সমস্যা আছে, সেইগুলো সমাধানের চেষ্টা করবো। আমরা নিশ্চিত জেলা পরিষদ দখল করবো, আর জেলা পরিষদের মাধ্যমে সবং-এর‌ আরও উন্নয়ন করার চেষ্টা করবো।” কেশিয়াড়ি ব্লক থেকে জেলা পরিষদের প্রার্থী তথা পঞ্চায়েত সমিতির সদস্য কল্পনা শীট বলেন, “আমাদের এলাকা মূলত এসসি, এসটি এলাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ধারাবাহিক ভাবে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হবো।”

আরও পড়ুন:  Panchayet Election : গণতান্ত্রিক পরিহাস! মনোনয়ন জমা দেওয়া নিয়ে রাজ্যে জুড়ে রাজনৈতিক উত্তেজনা

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ