Railway : মালের দায়িত্ব যাত্রীর! ট্রেন থেকে জিনিসচুরি হলে রেলের দায় নয়, রায় সুপ্রিম কোর্টের

images 2023 06 19t170545.508

ট্রেনে যাত্রা করার সময় যাত্রীর কোনো জিনিস চুরি হলে তার দায় রেল কর্তৃপক্ষের নয়। একটি ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় এমনই জানালো দেশের সুপ্রিম কোর্ট। রেলে সফরকালে চুরিকে ‘পরিষেবায় ত্রুটি’ বলেও চিহ্নিত করা যাবে না।

ট্রেনে সফরকালে সুরেন্দ্র ভোলা নামে এক ব্যক্তির প্যান্টের পকেটে ১ লক্ষ টাকা ছিল। সফরের সময় তিনি ঘুমিয়ে যান। ঘুম ভেঙে তিনি বুঝতে পারেন ঐ টাকা চুরি গিয়েছে। রেলের বিরুদ্ধে পরিষেবায় ত্রুটির অভিযোগ এনে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন তিনি। ক্রেতা সুরক্ষা আদালত রেলকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়। সেই মামলা সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চ, ক্রেতা সুরক্ষা আদালতের রায় খারিজ করে দেয়। শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, সফরকালে জিনিসপত্র চুরি গেলে তার দায় রেলের হতে পারে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ