Akhil Giri : রাষ্ট্রপতি ‘কেমন দেখতে’ কটাক্ষ, ক্ষমা প্রার্থনা তৃণমূলের অখিল গিরির

Akhil Giri : রাষ্ট্রপতি 'কেমন দেখতে' কটাক্ষ, ক্ষমা প্রার্থনা তৃণমূলের অখিল গিরির

দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘কেমন দেখতে’ সেই প্রশ্ন করে রাষ্ট্রপতির রূপ নিয়ে কটাক্ষ ও পদের অবমাননা করার অভিযোগ তৃণমূলের অখিল গিরির (Akhil Giri) বিরুদ্ধে। অখিল গিরির (Akhil Giri) রাষ্ট্রপতি সংক্রান্ত ‘কেমন দেখতে’ কটাক্ষ মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসার পর তীব্র বিতর্ক সৃষ্টি হয়। তার প্রেক্ষিতে ক্ষমা প্রার্থনা করেছেন তৃণমূলের অখিল গিরি (Akhil Giri)।

সম্প্রতি তৃণমূলের অখিল গিরির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। দাবি নন্দীগ্রামের একটি সভায় বক্তৃতা দেন অখিল গিরি৷ সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষও। যদিও ভিডিওটির সত্যতা GNE Bangla-র তরফে যাচাই করা হয়নি। ভিডিওটিতে অনুসারে অখিল গিরি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন। তারপরেই কথার সূত্র ধরে বলেন, “আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?’’

আরও পড়ুন:  “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

এই বক্তব্য সামনে আসতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং দলের সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালবীয় টুইটারে তৃণমূলের বিরুদ্ধে সরব হন। শনিবার নিজের বক্তব্যের প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেন অখিল গিরি। তিনি জানিয়েছেন, “এক মাস আগে থেকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে কটূক্তি করেছেন। আমি বয়স্ক মানুষ। আমার মনে ক্রোধ জন্মেছিল। রাষ্ট্রপতি মহোদায়াকে আমি কোনও অসম্মান করিনি। তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। আমি অনুতপ্ত।”

আরও পড়ুন:  Jhargram: “তৃণমূলের ডিএনএ-তে গন্ডগোল, ডিএনএ অসম্মানের”, আক্রমণ সুকান্ত মজুমদারের

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ