TMC: আজ থেকে তৃণমূলের দু’দিনের প্রতিবাদ কর্মসূচি, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

TMC: আজ থেকে তৃণমূলের দু’দিনের প্রতিবাদ কর্মসূচি, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মন্ডল। অন্যদিকে ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর জেল বন্দি পার্থ চট্টোপাধ্যায়। সেই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে দুই দিনের প্রতিবাদ কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল।

অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বৃহস্পতিবার। ঐ দিন বিকেলে তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন সমীর চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে সম্প্রতি দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মধ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানিয়ে শুক্রবার থেকে দু’দিনের প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূলের ছাত্র-যুব সংগঠন। আগামী ১৪ অগস্ট স্বাধীনতা দিবস পূর্ববর্তী সভায় দলের ভবিষ্যৎ নীতি নির্ধারণ করবেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ