Panchayet Election : সুশান্তের গড়ে জোড়া ফুলের বাজিমাৎ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের

images 2023 06 22t172345.718

দাপুটে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষের গড়ে কার্যত বিনা যুদ্ধেই আত্মসমর্পণ বামেদের। সুশান্ত ঘোষের বুথেই প্রার্থী দিতে অপারগ বামেরা। ফলে ঐ বুথে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা।

বিগত পঞ্চায়েত ভোটের তুলনায় এই বছর অনেক বেশি আসনে প্রার্থী দিয়েছে বামেরা। কিন্তু পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ ব্লকের ৪ নম্বর উড়াসাই গ্রাম পঞ্চায়েতের বীরসিংপুর-বেনাচাপড়া গ্রামে ৩টি বুথে মোট ৪টি পঞ্চায়েত আসন। তার মধ্যে ১৮৬ নম্বর বুথে প্রার্থী দিতে পারেনি বামেরা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে শাসক দল। তাৎপর্যপূর্ণ ভাবে এই গ্রামেরই বাসিন্দা সিপিএম নেতা সুশান্ত ঘোষ। বাম শিবিরের বক্তব্য, ঐ বুথটি তফসিলি জাতি ও মহিলা সংরক্ষিত। কিন্তু তফসিলি জাতির শংসাপত্র জনিত সমস্যায় প্রার্থীর মনোনয়ন দাখিল সম্ভব হয়নি।

আরও পড়ুন:  Panchayet Election : পুলিশ ও তৃণমূলের সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের চাপ, অভিযোগ ঘিরে ধ্বস্তাধস্তি পুলিশের সঙ্গে

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ