Elephant : রামলালের খাবারের খোঁজ! চন্দ্রকোনা রোড-গড়বেতা রাস্তায় গাড়ি আটকে তান্ডব

Elephant : রামলালের খাবারের খোঁজ! চন্দ্রকোনা রোড-গড়বেতা রাস্তায় গাড়ি আটকে তান্ডব

জঙ্গলমহলের অত্যন্ত পরিচিত হাতি রামলাল৷ বাঁকুড়া, ঝাড়খন্ড, মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা তার বিচরণক্ষেত্র। প্রায়শই খাবারের খোঁজে রাস্তা আটকে গাড়িতে তল্লাশি চালাতে বা জলের তেষ্টার গৃহস্থের বাড়িতে প্রবেশ করতে দেখা যায় তাকে। যদিও শান্ত স্বভাবের এই হাতিটিকে জঙ্গলমহলবাসী একটু স্নেহই করেন। রাস্তা আটকালে ট্রাক চালকরা খাবার নজরানা দেন গজদেবতাটিকে।

আরও পড়ুন:  Vidyasagar Prize : বিদ্যাসাগর পুরস্কার পাচ্ছেন ঝুমুরশিল্পী ললিত মোহন মাহাতো, সাহিত্যিক আবুল বাশার ও প্রত্নতাত্ত্বিক ইয়াসিন পাঠান

সোমবার সকালেও তেমন দৃশ্য দেখা গেল। চন্দ্রকোনা রোড থেকে গড়বেতা যাওয়ার রাস্তায় গাড়ি আটকে খাবারের সন্ধানে তল্লাশি চালালো রামলাল। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত ময়রাকাটার জঙ্গলে রাস্তার উপর একের পর এক ট্রাক দাঁড় করিয়ে দিল সে। তারপর জিনিসপত্র ছড়িয়ে ছত্রখান করলো। থমকে গেল যানচলাচল। বেশ কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর জঙ্গলে ফিরে যায় রামলাল।

আরও পড়ুন:  Kharagpur Robbery : জমি থেকে পাকড়াও ডাকাত, ড্রোন উড়িয়ে ধৃত ২, পুলিশি তল্লাশি বাকিদের খোঁজে

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ