Gopiballavpur: দাবি ডিএ, দু’ঘন্টার কর্মবিরতি সরকারি কর্মচারীদের রাজ্য কো-অর্ডিনেশন কমিটির

Gopiballavpur: দাবি ডিএ, দু'ঘন্টার কর্মবিরতি সরকারি কর্মচারীদের রাজ্য কো-অর্ডিনেশন কমিটির

রাজ্যের বেতনপ্রাপ্ত সব অংশের শ্রমিক কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনগুলো যৌথ আহ্বানে বকেয়া মহার্ঘ ভাতা এবং শ্রমিক কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক অফিসে অবস্থান বিক্ষোভের মাধ্যমে কর্মবিরতি পালন করল রাজ্য কো অর্ডিনেশন কমিটির গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক শাখা।

মঙ্গলবার অফিস শুরুর সময় বেলা ১১ টা ৩০ মিনিট থেকে টানা দুঘন্টা কর্মবিরতিতে অংশ নিয়ে ব্লকের স্থায়ী ও অস্থায়ী কর্মীরা দাবি তোলেন রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ মহার্ঘ ভাতা দ্রুত প্রদান করতে হবে। সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে।সমকাজে সমান বেতন প্রদান করতে হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কো অর্ডিনেশন জয়েন্ট সেক্রেটারি গৌতম ব্যানার্জী, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক কো অর্ডিনেশন কমিটির সম্পাদক সৌভিক খান। কর্মসূচিতে অংশ নিয়ে কো অর্ডিনেশন কমিটির জয়েন্ট সেক্রেটারি গৌতম চক্রবর্তী বলেন, কোর্ট কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিলেও রাজ্য সরকার নানা ভাবে টালবাহানা করছে।তাই আমরা আমাদের দাবি পূরণের জন্য এই আন্দোলনের পথ বেছে নিয়েছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ