Elephant Bankura : হাতির ভ্রুকুটি মাধ্যমিকে, পরীক্ষার্থীদের জন্য গাড়ি ও ঐরাবত বাহন বন দফতরের

Elephant Bankura : হাতির ভ্রুকুটি মাধ্যমিকে, পরীক্ষার্থীদের জন্য গাড়ি ও ঐরাবত বাহন বন দফতরের

মাধ্যমিকে হাতির ভ্রুকুটি! মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতির আক্রমণ থেকে বাঁচিয়ে পরীক্ষাকেন্দ্রে ও পরীক্ষা শেষ হলে নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে বাঁকুড়ার হাতিপ্রবণ এলাকাগুলিতে গাড়ি ও হাতি তাড়ানোর ঐরাবত বাহনের ব্যবস্থা করেছে বন দফতর। গাড়ির জন্য যোগাযোগ করতে দু’টি ফোন নম্বরও দেওয়া হয়েছে বন দফতরের তরফে। রেঞ্জ অফিসার বড়জোড়া – ৮৫০৭০৬০৪৯৯, রেঞ্জ অফিসার বেলিয়াতোড় – ৭০০১৩২৪০৬০।

গত বছরের ডিসেম্বর মাস থেকে দলমার হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে বাঁকুড়ার উত্তর অংশের বিভিন্ন রেঞ্জ। বড়জোড়া রেঞ্জের সাহারজোড় মৌজায় ৩৪টি, বড়জোড়ায় ১৯টি, পাবয়ায় ১৫টি এবং বেলিয়াতোড় রেঞ্জের বারোমেসিয়ায় ২টি, শালুকায় ২টি হাতি রয়েছে। সেই সঙ্গে সোনামুখীতে ১ টি ও গঙ্গাজলঘাটিতে ১টি হাতি রয়েছে বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে ৭৪টি হাতি দাপিয়ে বেড়াচ্ছে বাঁকুড়ার জঙ্গল।

আরও পড়ুন:  Railway update : শালবনি-গড়বেতা সহ ১৫টি স্টেশনে লিফট ও এসকালেটর, লিফটের উদ্বোধন বাঁকুড়া স্টেশনে

এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে জেলার হাতিপ্রবণ এলাকাগুলিতে জঙ্গলপথে ২৪ ঘন্টা বন দফতরের কর্মী ও হুলা পার্টির টহলের ব্যবস্থা করেছে বন দফতর। থাকবে পুলিশি টহলও। সেই সঙ্গে বড়জোড়া ও বেলিয়াতোড় রেঞ্জের গ্রামগুলি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে এবং পরীক্ষা শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরিয়ে আনতে বন দফতরের তরফে করা হয়েছে গাড়ির ব্যবস্থা। শুধুমাত্র বড়জোড়া রেঞ্জেই থাকবে ৮টি গাড়ি। এছাড়াও পরীক্ষার্থীদের সুরক্ষার জন্য থাকবে হাতি তাড়ানোর ঐরাবত বাহন। গাড়ি জন্য যোগাযোগ করতে দুটি ফোন নম্বরও দেওয়া হয়েছে বন দফতরের তরফে। রেঞ্জ অফিসার বড়জোড়া – ৮৫০৭০৬০৪৯৯, রেঞ্জ অফিসার বেলিয়াতোড় – ৭০০১৩২৪০৬০।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ