Gopiballavpur: ভিক্ষার অজুহাতে চুরি, ছদ্মবেশী কিশোরীদের থেকে উদ্ধার সোনার গয়না ও নগদ টাকা

Gopiballavpur: ভিক্ষার অজুহাতে চুরি, ছদ্মবেশী কিশোরীদের থেকে উদ্ধার সোনার গয়না ও নগদ টাকা

ভিক্ষুকের বেশে দুই কিশোরী আসতো গ্রামে। তারার সুযোগ বুঝে গৃহস্থের বাড়িতে প্রবেশ করে চলতো দুঃসাহসিক চুরি। অবশেষে তারা ধরা পড়লো গ্রামবাসীদের হাতে। ঘটনাটি ঘটেছে ঝাড়্গ্রামের গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আসনবনী গ্রামে।

জানা গিয়েছে, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আসনবনী গ্রামের বাসিন্দা নির্মল ঘোষের বাড়ি সোমবার ভিক্ষা করতে আসে দুই কিশোরী। ভিক্ষা দেওয়া হয়। এরপরেই বাড়ি থেকে বাইরে যান নির্মলবাবু। পরে বাড়ি ফিরে দেখেন প্রায় তিন ভরি সোনার গয়না এবং নগদ দশ হাজার টাকা চুরি গিয়েছে। ভিক্ষুক কিশোরীদের উপর সন্দেহ জন্মায়। শুরু হয় খোঁজ। বেশ কয়েক কিলোমিটার দূরে ওপর একটি গ্রামে কিশোরীদের সন্ধান মেলে। তাদের জেরা করে ও তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী।

আরও পড়ুন:  Jhargram: ‘বীরসার জন্মদিবসে ছুটি’, ছ’টি মূর্তি উন্মোচন ও একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

গ্রামবাসীদের অনুমান, বাড়ির মালিক বের হয়ে যাওয়ার পরেই সুযোগ বুঝে ঐ ভিক্ষুকবেশী চোরেরা ঘরে ঢুকে চুরির কাজ সেরে চম্পট দেয়। তাঁদের তরফে গোপীবল্লভপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে কিশোরীদের আটক করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ