Vidyasagar University : জাতপাত নিয়ে অপমানের অভিযোগ, রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালতে ডেপুটি রেজিস্ট্রার

Vidyasagar University : জাতপাত নিয়ে অপমানের অভিযোগ, রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালতে ডেপুটি রেজিস্ট্রার

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন ডেপুটি রেজিস্ট্রার। তাঁর অভিযোগ, তাঁকে নিয়মিত জাতপাত তুলে অপমান করছেন রেজিস্ট্রার। একাধিকবার বিভিন্ন সময়ে বিভিন্ন উপাচার্যের দ্বারস্থ হয়েছেন এবং মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগও দায়ের করেছেন। কিন্তু প্রতিকার না মেলায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন।

ডেপুটি রেজিস্ট্রার অমলকুমার ভুঁইয়ার বক্তব্য, তিনি দীর্ঘদিন ধরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত। বর্তমান রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী তাঁকে অবজ্ঞা ও অপমান করেন বিভিন্ন সময়ে। তাকে জাত তুলে একাধিকবার অপমান করা হয়েছে বলেও অভিযোগ অমলবাবুর। অমলবাবু জানিয়েছেন, তিনি এই সমস্যা নিয়ে একাধিকবার বিভিন্ন সময়ে বিভিন্ন উপাচার্যের কাছেও গিয়েছেন। কিন্তু বারবার উপাচার্য পরিবর্তন হওয়ায় প্রতিকার হয়নি। তিনি কোতোয়ালি থানার দ্বারস্থ হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। অমলবাবু আরও জানিয়েছেন, এতদিন তিনি বিশ্ববিদ্যালয়ের সম্মানের বিষয়ে চিন্তা করে চুপ ছিলেন। তাঁর মানসিক অবস্থার কারণে ঘুমের ওষুধ খেতে হচ্ছে।

আরও পড়ুন:  Medinipur : শহরবাসীর জন্য সুখবর, তাঁতিগেড়িয়া রেল ক্রসিংয়ে আন্ডারপাসের ঘোষণা দিলীপের

অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী। তাঁর বিরুদ্ধে ওঠা ডেপুটি রেজিস্ট্রারের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন তিনি।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ