Jhargram : লালমাটিতে মিলেট চাষ নিয়ে কৃষক সচেতনতা শিবির ঝাড়গ্রামে

Jhargram : লালমাটিতে মিলেট চাষ নিয়ে কৃষক সচেতনতা শিবির ঝাড়গ্রামে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

ভারত সরকারের তরফে ২০২৩ সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসাবে উদযাপন করা হচ্ছে৷ তারই পরিপ্রেক্ষিতে জঙ্গলমহলের লালমাটিতে বিভিন্ন মিলেট শস্য চাষের বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল ঝাড়গ্রামে।

বুধবার রেশমি গ্রুপের ওড়িশা স্টিল ও পাওয়ার প্রাইভেট লিমিটেড বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ঝাড়গ্রাম আঞ্চলিক গবেষণা কেন্দ্রের সহায়তায় মিলেট চাষ নিয়ে কৃষক সচেতনতা শিবিরের আয়োজন করেছিল ঝাড়গ্রামের জুয়ালভাঙা গ্রামে। এইদিন সচেতনতা শিবিরে জঙ্গলমহলের লাল ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চলে জোয়ার, বাজরা, ভুট্টা প্রভৃতি মিলেট শস্য চাষের সম্ভাবনা, পদ্ধতি এবং সমস্যাগুলি আলোচিত হয়। বক্তব্য রাখেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ঝাড়গ্রাম আঞ্চলিক কেন্দ্রের কৃষিবিজ্ঞানী ডক্টর গোলাম মইনুদ্দিন। তিনি জানান, লালমাটির জঙ্গলমহল এলাকায় মিলেট জাতীয় খাদ্যশস্য চাষের উপযুক্ত পরিবেশ বিদ্যমান। এই চাষ কৃষকদের আর্থিক ভাবেও লাভবান করবে বলে জানান তিনি।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ