Ghatal: ধর্ণায় বসে স্বামী লাভ তরুণীর, গ্রামবাসীদের উপস্থিতিতে হল বিয়ে

Ghatal: ধর্ণায় বসে স্বামী লাভ তরুণীর, গ্রামবাসীদের উপস্থিতিতে হল বিয়ে

দিল্লিতে কর্মরতা তরুণীর সঙ্গে মন্দিরে হয়েছিল বিয়ে। রেজিষ্ট্রি বিয়ের আবেদনও করা হয়েছিল। কিন্তু হঠাৎই সম্পর্ক অস্বীকার করেন তরুণ৷ তাই স্ত্রীর অধিকার ফিরে পেতে দীর্ঘ ১৩ ঘন্টা তরুণের বাড়ির সামনে ধর্ণায় বসে গ্রামবাসীদের সহায়তায় তরুণকে ফের বিয়ে করলেন তরুণী৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বাসিন্দা দিল্লিতে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরতা মোনালিসা জয়ধরের সঙ্গে ম্যাট্রিমনিয়াল সাইটে আলাপ হয় ঘাটালের কুঠিঘাটের তরুণ বিবেক ভুইয়ার। তাঁরা মন্দিরে বিয়ে করেন। বিবেক দিল্লিতে কর্মরতা মোনালিসার কাছে যেতেন। কিন্তু মোনালিসার অভিযোগ, হঠাৎ বিবেক সমস্ত সম্পর্ক অস্বীকার করেন। ঘাটালের বিবেকের বাড়ির সামনে এসে স্ত্রীর অধিকার ফিরে পেতে ধর্ণায় বসেন মোনালিসা।

আরও পড়ুন:  Sukanta Majumdar : “পুলিশ কামড়ালে কি ভ্যাকসিন নিতে হবে”, তীব্র কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির

কিন্তু ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে যায় বিবেকের পরিবার। গ্রামবাসীদের হস্তক্ষেপে পুলিশ আসে। মোনালিসা নিজেদের বিবাহিত জীবনের প্রমান ছবি পেশ করেন। তখন গ্রামবাসীদের মধ্যস্থতায় শাস্ত্র মতে ফের বিয়ে দেওয়া হয় বিবেক ও মোনালিসার। তাঁদের বিবাহ মেনেও নিয়েছেন বিবেকের পরিবারের লোকজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ