Medinipur : মেদিনীপুর কলেজ মাঠে ফাইনাল উদযাপন! ক্রিকেট জ্বরে কাঁপছে মেদিনীপুর

Medinipur : মেদিনীপুর কলেজ মাঠে ফাইনাল উদযাপন! ক্রিকেট জ্বরে কাঁপছে মেদিনীপুর

২০ বছর কেটেছে! ফের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ২০০৩ সালের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত হেরেছিল পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে। ভারতের আপামর ক্রিকেটপ্রেমী এবার বদলা চাইছেন। সেই ক্রিকেট জ্বরে কাঁপছে মেদিনীপুরও! রবিবার পৌরসভার উদ্যোগে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এইবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত! রাউন্ড রবিন লিগে অস্ট্রেলিয়াকেও হারিয়েছে তারা। ২০০৩ সালের বিশ্বকাপে লিগ পর্যায়ে ও ফাইনালে শুধু অস্ট্রেলিয়ার কাছেই হেরেছিল ভারত। এবারে অন্য কাহিনী! রাউন্ড রবিনে ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। তারপরে সাউথ আফ্রিকার কাছেও হারে। কিন্তু এরপর থেকে অপ্রতিরোধ্য ব্যাগি গ্রিন ব্রিগেড। সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়েছেন স্টিভ স্মিথরা। ফলে ফাইনালে জোরালো টক্কর দেখার আশা ক্রিকেটপ্রেমীদের।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

সেই ক্রিকেট জ্বরের আঁচ পড়েছে পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরেও। শহরবাসীকে একসঙ্গে ফাইনাল উপভোগের ব্যবস্থা করে দিতে উদ্যোগ নিয়েছে মেদিনীপুর পৌরসভা। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে কলেজ কলেজিয়েট মাঠে জায়েন্ট স্ক্রিন লাগানো হচ্ছে। সরাসরি সেই পর্দায় ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল খেলা দেখানো হবে৷ দর্শকদের বসার জন্য ১ হাজার চেয়ারের ব্যবস্থাও থাকছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ