Puja Shopping: পুজোর শাড়ি কিনবেন কোথায়? জেনে নিন সেরা দোকানগুলোর ঠিকানা

Puja Shopping: পুজোর শাড়ি কিনবেন কোথায়? জেনে নিন সেরা দোকানগুলোর ঠিকানা

 

শাড়িতেই সুন্দরী বঙ্গ নারী। ফলে পুজোর বঙ্গনারীর অঙ্গ শয্যার প্রধানতম আভরণ শাড়ি। জামদানি, বালুচরি, তাঁত, সিল্ক শাড়ির সম্ভার নারীকে নিমেষে পুজোর সাজে করে তোলে অপরূপা। কিন্তু সেই ভালো শাড়ি মিলবে কোথায়! পুজোর শাড়ি কেনাকাটার জন্য কলকাতায় রয়েছে একাধিক স্বনামধন্য দোকান।

১. আদি ঢাকেশ্বরী- গাদোয়াল, বেনারসি, ঢাকাই, জামদানি, গরদ, মধুবনি প্রভৃতি সবই মিলবে এখানে। ঠিকানা: ৫৭/১, কলেজ স্ট্রিট বাটা, কলেজ রো, কলেজ স্কোয়ার, কলকাতা ৭০০০৭৩

২. প্রিয় গোপাল বিষয়ী- ঠিকানা: বেঙ্গল শাড়িজ ১১৩, ১এ রাসবিহারী এভিনিউ, ট্র্যাঙ্গুলার পার্কের বিপরীতে, ডোভার টেরেস গড়িয়াহাট, কলকাতা- ৭০০০২৯

৩. বেনারসি কুঠি- ঠিকানা: ১১৩/১বি রাসবিহারী এভিনিউ, ট্র্যাঙ্গুলার পার্কের বিপরীতে, ডোভার টেরেস গড়িয়াহাট, কলকাতা- ৭০০০২৯

৪. ইন্ডিয়ান সিল্ক হাউজ এজেন্সিস- ঠিকানা: এস পি মুখার্জি রোড, ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশনের বিপরীতে, দমদম, কলকাতা-৭০০০০২

৫. আদি মোহিনী মোহন কাঞ্জিলাল- ঠিকানা: ৭৯/২ মহাত্মা গান্ধী রোড, কলেজ স্ট্রিট, কলকাতা ৭০০০০৯

৬. ট্রেডার্স এসেম্বলি- ঠিকানা: ১৬১বি, রাসবিহারী এভিনিউ, ডোভার টেরেস, গড়িয়াহাট, কলকাতা- ৭০০০২৯

৭. তন্তুজ- ঠিকানা: বিধাননগর সেক্টর ১, কলকাতা- ৭০০০৬৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ