Puja Shopping: পুজোয় কোন শাড়ির বাজার গরম, জেনে নিন শপিং এর আগে

Puja Shopping: পুজোয় কোন শাড়ির বাজার গরম, জেনে নিন শপিং এর আগে

 

পুজোর কেনাকাটার তালিকায় শাড়ির অবস্থান বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। শাড়ি ছাড়া পুজোয় মহিলাদের সাজ যেন অসম্পূর্ণ থেকে যায়। পুজোয় কিছু শাড়ি সর্বদাই ঐতিহ্যপূর্ন। সেই সঙ্গে প্রতি বছরই নতুন শাড়ির চলও থাকে। কেনাকাটার আগে জেনে নেওয়া যায়, এই বছরে কোন শাড়ি পুজোর বাজার কাঁপাচ্ছে।

জামদানি- আভিজাত্যের পরিচয় হিসেবে এই শাড়ির নামটুকুই যথেষ্ট। বিভিন্ন রঙে রঙিন হোক অথবা এক রঙা, ঐতিহ্যের বুননে এই শাড়ির সৌন্দর্য্য অনস্বীকার্য।

বালুচরি- প্রতিবছরের পুজোর কেনাকাটায় শাড়ির বাজারে যে শাড়িগুলির চাহিদা সর্বদাই অক্ষুন্ন থাকে সেগুলির মধ্যে বালুচরি অন্যতম। কটনের উপর কাজ কিংবা সিল্কের পিওর বালুচরি শাড়ি প্রিয় বাঙালিনী মাত্রেই সংগ্রহে রাখেন। পুজোয় আভিজাত্য ও ঐতিহ্যের মিশেল এক লহমায় ফুটিয়ে তুলতে পারে এই শাড়ি।

হ্যান্ডলুম- সুতির, সুতি ব্লেন্ড বা সিল্ক ব্লেন্ড হ্যান্ডলুম শাড়ি এখন পুজোর বাজারে চাহিদা তৈরি করছে। দাম অন্যান্য গালভারী শাড়ির তুলনায় অপেক্ষাকৃত কম হলেও সাধারণ দর্শন এই শাড়ির এক আটপৌরে আকর্ষণ রয়েছে।

অর্গ্যাঞ্জা- এই বছরের পুজোর বাজারে সিল্ক হিসেবে অর্গ্যাঞ্জা বিশেষ ভাবে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। আধুনিক এই সিল্কের শাড়ি বিশেষ রকমের পাতলা ও হালকা। ফলে পরিধানে বিশেষ অস্বস্তিকর নয়।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ