Sunday, October 1, 2023

Horoscope Today: আজকের রাশিফল ১০/৭/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : যে কোনও কাজে প্রত্যাশিত ফল পেতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। নতুন কোনও চাকরির সুযোগ আসতে পারে। সামাজিক অবস্থানেরও উন্নতি হতে পারে। ভাই-বোনের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে। সংবাদমাধ্যমের কর্মী, বিনোদন জগৎ, অভিনয়ের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের সাফল্য পাওয়ার আশা আছে। শিল্পকলা, সাহিত্য, অভিনয়ের প্রতি ঝোঁক বাড়তে পারে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : আপনার জীবনে বিগত কিছুদিন ধরে ব্যালেন্সের অভাব হচ্ছে। দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হতে হবে। আপনার দ্বারা যে কাজ কষ্টকর, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন।

মিথুন/ Gemini রাশিফল Rashifal : পেশায় কোনও উদ্যোগ আপনার কর্মজীবনকে উন্নত করতে পারে। অতীতে যদি কোনও অসুস্থতা আপনার উদ্বেগের কারণ হয়ে থাকে, তাহলে এবার তা বিদায় জানানোর সময় হয়েছে। পারিবারিক ক্ষেত্রে অপরিসীম আনন্দ এবং পরিপূর্ণতা প্রত্যাশিত। বন্ধুর দ্বারা আয়োজিত মজার ভ্রমণের অংশ হতে পারেন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : খুব চেষ্টা করেও এড়িয়ে যাচ্ছেন যা, তার সামনাসামনি হতেই হবে। শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন। সকালের দিকে পিঠের যন্ত্রণা বাড়তে পারে। আজ ব্যবসায় খুব ভাল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজ শরীরে কোথাও আঘাত লাগা থেকে রক্ষা পাবেন। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : আনন্দের দিন হতে চলেছে। ব্যবসায় উন্নতির লক্ষণ। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। কেনাকাটা করতে পারেন। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন এবং নিজের পাশাপাশি অন্যের কাজেও হাত লাগাতে পারেন। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। সিনিয়র সদস্যদের আশীর্বাদে নতুন কাজ শুরু করতে পারেন। যে যুবকরা পৈত্রিক ব্যবসা করছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তাতে কিছু পরিবর্তন আনার কথা।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ৫/৭/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। ব্যক্তিত্বের সংঘাত হবেই। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal : আর্থিক টানাটানির অবসান হতে পারে। আর্থিক দিক থেকে এ মাস ভালো হতে পারে। আচমকা লাভের সম্ভাবনা। তবে লাভ পেতে আলস্যের শিকল ভেঙে বেরোতে হবে। কর্মঠ হলে ভাগ্যোন্নতির সম্ভাবনা প্রবল।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : সকালের দিকে স্ত্রী বিবাদ হতে পারে। আজ উচ্চবিদ্যার ফল ভাল নয়। ব্যবসায় বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। মাথা ব্যথার সমস্যা। কেউ আপনাকে সাহায্য করলে তা আখেরে আপনার জন্য ভালোই হবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : চাপ কমে আসতে পারে, ফলে কাজের ওপর মনোনিবেশ বাড়বে ও পরিস্থিতি ভালো হতে শুরু করতে পারে। যাঁরা নতুন নতুন চিন্তাভাবনা করেন, তাঁদের সৃষ্টিশীলতা দেখাতে হবে। আর্থিক ব্যয় বেশি হতে পারে। সেইসঙ্গে ঋণগ্রহণের পরিকল্পনাও চলতে পারে। ব্যবসায়ীরা অংশীদারিত্বে কাজ করতে পারেন, এতে লাভের সম্ভাবনা।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ৮/৭/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : করুণা আদায়ের চেষ্টা না করে সমস্যার মূল থেকে সমাধানের চেষ্টা করলে তা কাজে দেবে। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দুপুরের পরে দাম্পত্য দিক সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : মনোমতো সাফল্য পেতে পারেন। ভাগ্য সহায় থাকায় লাভের সুযোগে বৃদ্ধি ঘটতে পারে। সময় ভালো হতে পারে। যে কর্ম আগে সম্পূর্ণ হয়েছে, কিন্তু ফল আসেনি, তার পরিণাম মিলতে পারে। সঞ্চিত কর্মের ফলই ভাগ্য হিসেবে প্রতিভাত হবে।

মীন/ Pisces রাশিফল Rashifal : সারা দিনে যা কাজ করবেন, নিজেই সে সবে নেতৃত্ব দবেন বলে মনে হচ্ছে। নিজের কোনও ভুল বুদ্ধির জন্য শেয়ারে ক্ষতি হতে পারে। আজ সকল কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরত মহিলাদের কর্মে উন্নতি দেখা দেবে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না।

x

Latest articles

Horoscope Today: আজকের রাশিফল ১/১০/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : প্রয়োজনে ভাইকে পাশে পাবেন। কাজের ফাঁকে বিশ্রাম নেওয়া...

Durga Puja 2023 : কখন অঞ্জলি ও সন্ধিপূজা? পঞ্জিকা মতে দুর্গাপূজার নির্ঘন্ট জানুন

দিন যাচ্ছে। ক্রমশ এগিয়ে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই ভিড় দোকানে, বাজারে। শুরু...

Ludo : লুডো খেলা থেকে অবৈধ সম্পর্ক, অন্তরঙ্গ ছবি ফাঁস করে পুলিশের জালে যুবক

স্মার্ট ফোনের মধ্যে লুডো গেম বর্তমানে সবাই কমবেশি খেলে থাকে। আর এদিকে লুডো গেম...

Virat Anushka : ফের বাবা হবেন বিরাট! অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা

ফের বাবা হতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি! কন্যা সন্তান ভামিকার জন্মের...

আরও খবর

Todays Petrol Diesel Price 25/9/2023 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী দেশের সব শহরের জন্য তেল কোম্পানিগুলি আজকের তেলের দাম...

Durga Puja in Australia : পার্থে মাতৃ আরাধনা! পঞ্জিকা ভুলে শনি-রবিতেই হুল্লোড়

অস্ট্রেলিয়ার পার্থ শহরের নামটা শুনলেই আমাদের চোখে সবুজ মখমলের মতো ক্রিকেট গ্রাউন্ড, প্রায় তেমনই...

Ludo : লুডো খেলা থেকে অবৈধ সম্পর্ক, অন্তরঙ্গ ছবি ফাঁস করে পুলিশের জালে যুবক

স্মার্ট ফোনের মধ্যে লুডো গেম বর্তমানে সবাই কমবেশি খেলে থাকে। আর এদিকে লুডো গেম...