Repoll Election : জঙ্গলমহলে ২২টি বুথে পুনর্নির্বাচন, পশ্চিম মেদিনীপুরের ১০টি, রাজ্যে প্রায় ৭০০টি

Repoll Election : জঙ্গলমহলে ২২টি বুথে পুনর্নির্বাচন, পশ্চিম মেদিনীপুরের ১০টি, রাজ্যে প্রায় ৭০০টি

সোমবার রাজ্যের প্রায় ৭০০টি বুথে পুনরায় হতে চলেছে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ। এই পুনর্নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে। রাজ্য নির্বাচন কমিশনের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াপুরুলিয়া জেলা মিলিয়ে মোট ২২টি বুথে হবে পুনরায় ভোটগ্রহণ।

ঝাড়গ্রামের কোনো বুথে ভোটগ্রহণ হচ্ছে না। পশ্চিম মেদিনীপুরের ১০টি, বাঁকুড়ার ৮টি ও পুরুলিয়ার ৪টি বুথে পুনর্নির্বাচন হবে। এছাড়া দার্জিলিং ও কালিম্পং-এর কোনও বুথেও পুনরায় ভোটগ্রহণ হবে না। সবচেয়ে বেশি ভোটগ্রহণ হবে মুর্শিদাবাদে, ১৭৫টি বুথে। এছাড়া উত্তর দিনাজপুর ও কোচবিহারের কতগুলি বুথে পুনর্নির্বাচন হবে তা এখনও রাজ্য নির্বাচন কমিশন জানায়নি।

আরও পড়ুন:  Panchayat Election : ভোটের দিনে উত্তপ্ত রাজ্য, গুলি-খুন-ব্যালটে আগুনের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই

পুনর্নির্বাচনের জেলাভিত্তিক বুথের সংখ্যা-

আরও পড়ুন:  এতো বিবাদ, শত্রুতার মাঝেও এদের সবার একটাই লক্ষ্য “জনগনের উন্নয়ন”

আলিপুরদুয়ার: ১
বাঁকুড়া: ৮
বীরভূম: ১৪
দক্ষিণ দিনাজপুর: ১৮
দার্জিলিং: ০
হুগলি: ২৯
হাওড়া: ৮
জলপাইগুড়ি: ১৪
ঝাড়গ্রাম: ০
কালিম্পং: ০
মালদহ: ১১২
মুর্শিদাবাদ: ১৭৫
নদিয়া: ৮৯
উত্তর ২৪ পরগনা: ৪৬
পশ্চিম বর্ধমান: ৬
পশ্চিম মেদিনীপুর: ১০
পূর্ব বর্ধমান: ৩
পূর্ব মেদিনীপুর: ৩১
পুরুলিয়া: ৪
দক্ষিণ ২৪ পরগনা: ৩৬
উত্তর দিনাজপুর: কমিশন এখনও জানায়নি
কোচবিহার: কমিশন এখনও জানায়নি

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ