মেষ/ Aries রাশিফল Rashifal : দিনটি ঝুঁকি মূক্ত থাকার। রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। কারো সাথেই সঙ্ঘাতে জড়ানো যাবে না। আপনার জীবনের গুরুত্বপূর্ণ বাস্তবতাকে মেনে নিতে হবে। আপনার বিনিয়োগের পূর্ণ নিরাপত্তা আপনাকেই দিতে হবে। বকেয়া ঋণ পরিশোধ করতে পারলেই মনের চাপ কমে যাবে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে বিতর্ক বিবাদ এড়িয়ে চলুন। বিদ‌্যার্থীদের পক্ষে সপ্তাহটি বেশ আশাব‌্যঞ্জক। নিজের শরীর-স্বাস্থ্যের বিষয়ে যত্নবান হওয়া প্রয়োজন। দূরভ্রমণের পরিকল্পনা এড়িয়ে চলুন। দাম্পত‌্য জীবনে সুসম্পর্ক বজায় থাকবে। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে অযথা কলহে জড়িয়ে পড়বেন না।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : আজ দিনটি মানসিক প্রশান্তির। কোনো সামাজিক অপ্যায়ণে অংশ নিতে হবে। তবে সামাজিক দূরত্বের কথাটি রাখতে হবে মাথায়। আজ ব্যবসায়ীরা বাড়তি কিছু টাকা আয়ের সুযোগ পেতে পারেন। খাদ্য পানিয় ও রেস্তোরা ব্যবসায়ীদের আজ কিছু আয় রোজগার হবে। সঞ্চয়ের চেষ্টায় সফল হতে পারবেন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : রাগের বশে কোনও বড় সিদ্ধান্ত নিয়ে নেবেন না যাতে বড় অনুতাপ করতে হয়। সপ্তাহের মধ‌্যভাগে ধনোপার্জন অধিক হলেও ব‌্যয়াধিক‌্য যোগ লক্ষ‌্য করা যায়। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কর্মোন্নতিতে এরাই আপনাকে সাহায‌্য করবে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : আজ দিনটি সাংসারিক জীবনে আনন্দময়। অবিবাহিতদের আজ বিয়ের যোগ প্রবল। অংশিদারী কোনো কাজে অংশ নিতে পারেন। পেয়ে যাবেন ব্যবসায়ীক সাফল্য। নিজের মনের মতো জীবন সাথী পাওয়াতে ধন্যবাদ দেবেন সৃষ্টিকর্তাকে। আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে।

জনপ্রিয় খবর:  Horoscope Today: আজকের রাশিফল ১/৬/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পরিবর্তনের শুভ যোগাযোগ আসতে পারে। সন্তানদের অন‌্যায় আচরণ বরদাস্ত করবেন না। সমাজ কল‌্যাণে ব‌্যয় বৃদ্ধি করে সামাজিক প্রতিষ্ঠা লাভ করুন। ব‌্যবসায়ীরা ব‌্যবসায় প্রচুর লাভের আশা করলে ব‌্যয়ের দিক লক্ষ‌্য রাখবেন।

তুলা/ Libra রাশিফল Rashifal : কাজের লোকের উপর কিছুটা বিরক্ত হবেন। চারিত্রীক দৃঢ়তা ধরে রাখতে না পারলে দুর্ণাম বদনামের ভয় প্রবল। আর্থিক অনিশ্চয়তা কেটেগিয়ে কিছু উপার্জনের সুযোগ আসবে। নিজের মাথাগরম অভ্যাস ত্যাগ করতে হবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম আপনার শরীরকে অসুস্থ করে তুলতে পারে। রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন করুন। প্রেমের ক্ষেত্রে নতুন মোড় আসতে পারে। লটারি, ফাটকা বা শেয়ারে হঠাৎ প্রাপ্তিযোগ ল‌ক্ষ‌্য করা যায়। সপ্তাহের শেষের দিকে কোনও শুভ খবরে মানসিক আনন্দ বৃদ্ধি পাবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : দিনটি হবে প্রেম ভালোবাসার। নিজের সৃজনশীল কাজের ক্ষেত্রে আজ কিছু করে দেখাতে হবে। শিল্পী ও কলাকুশলীদের দিনটি কাজের ব্যস্ততায় কেটে যাবে। প্রফেশনালিজমের উপর কোনো প্রকার ঋণাত্মক প্রভাব পড়তে পারে। সন্তানের সাথে কমিয়ে আনতে হবে দূরত্ব। আপানার বন্ধুত্বই এ সময়ে তার খুব প্রয়োজন।

জনপ্রিয় খবর:  Horoscope Today: আজকের রাশিফল ২/৬/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে কর্মদক্ষতার জন‌্য সুনাম অর্জন করতে পারবেন। ব‌্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি খুব একটা আশা ব‌্যঞ্জক না হলেও অর্থাগম শুভ। গৃহ পরিবেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগী হওয়া প্রয়োজন। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে সাময়িক মনোমালিন‌্য কেটে যেতে পারে এবং বিবাহযোগ বিদ‌্যমান।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : প্রত্যাশা পূরণের দিন। গ্রামের বাড়িতে বেড়াতে যেতে পারেন। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে। পেয়ে যাবেন হারানো বা বেদখল হয়ে যাওয়া সম্পত্তি। যানবাহন ক্রয়ের যোগ প্রবল। মানসিক অবস্থার হবে উন্নতি।

মীন/ Pisces রাশিফল Rashifal : নিজের অজান্তে কাছের কোনও মানুষকে কষ্ট দিয়ে ফেলতে পারেন। তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি দাম্পত‌্য কলহের সৃষ্টি করতে পারে। গৃহসম্পত্তি রক্ষার জন‌্য অতিরিক্ত ব‌্যয় হতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা তাদের কাজের মুন্সিয়ানা দেখাতে পারবেন। পুরনো কোনও সমস‌্যার সমাধান গুরুজন স্থানীয় কোনও ব‌্যক্তির সহায়তায় মিটে যেতে পারে।