BRAKING NEWS

Horoscope Today: আজকের রাশিফল ২৯/১/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : নতুন উদ্যোগে কাজ শুরু করতে পারেন। কর্মে সাফল্য আসতে পারে। ব্যাবসায়ে বিনিয়োগ সফলতা পাবে। রাজনৈতিক ব্যাক্তিদের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মব্যস্ততার মধ্যে দিনটি অতিবাহিত হবে। শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : পরিশ্রমের তুলনায় ফললাভ নাও হতে পারে। গৃহ সংস্কারের দিকে কিছুটা সময় ব্যয় করতে পারেন। ব্যাবসায়ে চাপ বাড়তে পারে। মানসিক ভাবে দুর্বলতা প্রকাশ পেতে পারে। পারিবারিক বিবাদের সম্ভাবনা রয়েছে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : কর্ম ও ব্যাবসায়ে সাফল্য আসতে পারে। বিশেষতঃ ক্ষুদ্র ব্যাবসার সাথে যুক্ত ব্যাক্তিরা লাভবান হতে পারে। ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি বাড়ি কেনার ব্যাপারে দিনটি অনুকূল হতে পারে। সমস্যার জটিলতা থেকে মুক্তি পেতে পারেন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : বিদ্যার্থীদের পক্ষে দিনটি অনুকূল নাও হতে পারে। কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। অংশীদারি কারবারিরা বিনিয়োগ বুঝে করবেন। পারিবারিক ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন হতে পারে। বিবাহের দিন নির্ধারণ হতে পারে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : কর্মে সাফল্য লাভ হতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি ঘটতে পারে। সন্তানসন্ততি সফল হবে। স্ত্রীর সহযোগিতা পাবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে পরিবারের সাথে আলোচনা করুন।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : পছন্দমতো জিনিস পাওয়ায় আনন্দে থাকবেন। বাবার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। বাহন সংক্রান্ত সমস্যার সমাধান হবে। পেটের রোগে সমস্যায় পড়বেন।

তুলা/ Libra রাশিফল Rashifal : নিজের চাতুর্যের সাহায্যে কাজ হাসিল করে ছাড়বেন। কোনও বিশেষ ব্যক্তির প্রতি আকর্ষণ অনুভব করবেন। শারীরিক কষ্ট থাকতে পারে। ভয় ও চিন্তা ঘিরে রাখবে। অর্থের অপব্যয় করবেন না। পারিবারিক কলহ এড়িয়ে চলুন। ঝুঁকি নেবেন না, ক্ষতি হতে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : উচ্চবিদ্যার সাথে যুক্ত জাতক জাতিকা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে সেটা সাময়িক ,দীঘকালীন রোগভোগ থেকে আরোগ্য লাভ ঘটতে পারে।পিতার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। সম্পর্কের জটিলতা বাড়তে পারে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : অপছন্দের পরিস্থিতির মুখোমুখি হবেন। যত তাড়াতাড়ি কাজ শুরু করতে চাইবেন, তত দেরি হবে। আর্থিক কষ্ট থাকবে। যাত্রা সফল হবে। লগ্নির সুফল পাবেন।

মকর/ Capricorn রাশিফল Rashifal : চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত ব্যাক্তিরা বিশেষ ভাবে সফল হতে পারেন। ভবিষৎ উজ্জ্বল করার সুযোগ আসবে। বিবাহের দিনক্ষণ নির্ধারিত হতে পারে। কাজের চাপ থেকে মুক্তি পেতে পারেন। কিছু সঞ্চয় হতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : ব্যবসায়িক যাত্রা সফল হবে। রোজগার লাভের চেষ্টা সফল হবে। সন্তানের চিন্তা থাকবে। নিজের ভাষায় নিয়ন্ত্রণ রাখুন।

মীন/ Pisces রাশিফল Rashifal : দাম্পত্য কলহের অবসান হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। সমাজে প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ব্যাবসায়ে বিনিয়োগ লাভজনক হতে পারে। আত্মীয় কলহের সম্ভাবনা রয়েছে। লোন সম্মদীয় সমস্যা বাড়তে পারে।

Leave a Reply