Deepavali 2022: জানুন দীপাবলির রহস্য, সঙ্গে জড়িয়ে পুরান-বিশ্বাস-ধর্মমত

Deepavali 2022: জানুন দীপাবলির রহস্য, সঙ্গে জড়িয়ে পুরান-বিশ্বাস-ধর্মমত

দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। শেষ হয়েছে লক্ষ্মীপুজো। এবার কালীপুজোদীপাবলির এগিয়ে আসছে। এই দীপাবলি উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক কথন ও ধর্ম বিশ্বাস।

কার্তিক মাসের অমাবস্যায় আলোয় সাজিয়ে তোলা হয় চারিদিক। পালিত হয় দীপাবলি। ধর্ম বিশ্বাস অনুযায়ী, মহালয়ার হয় পিতৃপক্ষের অবসান। শুরু হয় দেবীপক্ষ। বিশ্বাস, মহালয়ায় তর্পণ করা হয় মৃত পূর্বপুরুষের উদ্দেশ্য করে কারন এই সময়েই তাঁদের বিদেহী আত্মা ফিরে আসেন মর্ত্যলোকে। আর পুরো দেবীপক্ষের সময়কাল মর্ত্যেই বিচরণ। এরপর কার্তিক অমাবস্যায় তাঁরা পুনরায় মরণোত্তর লোক স্বর্গধামে প্রত্যাবর্তন করেন। তাঁদের যাত্রাপথ সুগম করতেই এই আলোকসজ্জা। আবার কথিত আছে, এই সময়েই রামচন্দ্র বনবাস সমাপনে অযোধ্যা প্রত্যাবর্তন করেন। তাই আলোকমালায় সেজে উঠেছিল অযোধ্যা নগরী। দীপাবলি আসলে অশুভের অন্ধকারাচ্ছন্ন তমসা কেটে গিয়ে শুভ আলোকের প্রকাশ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ