Kalipuja 2022: মা কালীর নাম ‘কালী’ কেন! কি বলে পুরাণ

Kalipuja 2022: মা কালীর নাম 'কালী' কেন! কি বলে পুরাণ

শক্তির দেবী, কালী। কার্তিক অমাবস্যায় পূজিতা হন দেবী। সনাতন ধর্মমতে দেবী কালীর নাম রহস্যের উল্লেখ মেলে। কাল অর্থাৎ মহাদেবের অপর নাম, যা সূচিত করে অনন্ত সময়কে৷ সেই ‘কাল’ থেকেই স্ত্রীরূপে কালী শব্দের উৎপত্তি।

কাল অর্থ সময়, আবার কাল তথা কৃষ্ণবর্ণ। কাল এর অর্থ আবার সংহারক বা মৃত্যু। কালীকে কাল অর্থাৎ সময়ের পালনকর্ত্রী এবং প্রলয়কারিণী নিয়ন্ত্রক বলা হয়। সনাতন ধর্মে ঈ-কারের সৃষ্টি ও শব্দোচ্চারণ-কে উল্লেখ করা হয়েছে ঈশ্বরী ভাব উপলব্ধিকে বোঝাতে। সেই কারণেই দেবীর নাম কাল যুক্ত ঈ হয়ে কালী। কালীকে ক্রোধাম্বিতা, রণরঙ্গিনী বা করালবদনা বলেও অভিহিত করা হয়। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, কাল তথা মৃত্যু সর্বজীবকে গ্রাস করে, সেই কালকে গ্রাস করেন- কালী। জগতের উৎপত্তি, স্থিতি, মহাপ্রলয়ের কালশক্তি কালী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ