মহালয়া থেকে দশমী মেনে চলুন কিছু সহজ নিয়ম ভাগ্য বদলাবে

মহালয়া থেকে দশমী মেনে চলুন কিছু সহজ নিয়ম ভাগ্য বদলাবে

দেবীপক্ষের সূচনা হয় মহালয়া থেকেই, চলে দশমী পর্যন্ত। শাস্ত্র অনুযায়ী এইসময় মা বাপের বাড়িতে আসেন অর্থাৎ মর্তে আসেন। তাই মর্তবাসীর কাছে এই সময় খুবই ভাল সময়। চাইলে খুব সহজেই দেবীর আশীর্বাদ পাওয়া যায়। তবে কিছু মেনে চলতে হয়। আবার বেশ কিছু নিয়ম আছে যেগুলো করলে দেবী অসন্তুষ্ট হতে পারেন। তাই এই সময় খুব সতর্ক থাকতে হয় কিছু বিষয়ে। চলুন জেনে নেওয়া যাক কি করা উচিত আর কি করা উচিত নয়

আরও পড়ুন:  Durga Puja 2023 : কখন অঞ্জলি ও সন্ধিপূজা? পঞ্জিকা মতে দুর্গাপূজার নির্ঘন্ট জানুন

দেবীপক্ষের শুরু থেকে দশমী পর্যন্ত নখ ও চুল কাটা থেকে বিরত থাকুন। এতে মা দুর্গা অসতুষ্ট হয়।

এই ১০ দিন বাড়িতে নিয়মিত ধুপ ও প্রদীপ জ্বালুন।

যথা সম্ভব এই দিন গুলোতে আমিষ খাবার এড়িয়ে চলুন।

ঘর অপরিষ্কার ও এলোমেলো রাখা যাবে না এতে দেবী ক্ষিপ্ত হতে পারেন। এই দিন গুলোতে পূজার ঘর ও রান্না ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখুন।

আরও পড়ুন:  Bank Holiday : পুজোর মাসে ব্যাঙ্ক বন্ধ অর্ধেকদিনের বেশি, জেনে নিন কোন দিনগুলি

এই দিন গুলোতে চামড় ব্যাগ, থলি বা অন্যান্য সামগ্রী ব্যবহার করবেন না।

দিন গুলোতে কারো সাথে কোনোরূপ ঝামেলা না করে মিলেমিশে থাকুন।বাড়ির লোকের সাথে সময় কাটান।

এই দিনগুলোতে বাড়িতে মায়ের মূর্তি না থাকলেও মহিষাসুরমর্দিনীর স্তোত্র পাঠ করুন। তাহলে খুব সহজেই দেবীর আশীর্বাদ পাওয়া যাবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ