Puja Shopping : শপিং এর ভিড় জমতে শুরু করেছে মেদিনীপুর ও ঝাড়গ্রামের আনাচে কানাচে

Puja Shopping : শপিং এর ভিড় জমতে শুরু করেছে মেদিনীপুর ও ঝাড়গ্রামের আনাচে কানাচে

ভোর হলেই শিউলি ফুল চাদর মেলতে শুরু করেছে গাছ তলায়, আকাশেও ভাসছে শরৎ মেঘ। বিভিন্ন জায়গায় চলছে পুজোর পেন্ডেল। অপেক্ষা আর কিছুদিন, তারপরেই আসছে বাঙালির সবচেয়ে বড়ো উৎসব। কেনাকাটার ক্ষেত্রে ইতি মধ্যেই ভিড় জমতে শুরু হয়ে গেছে। দুর্গা পূজা মানেই তো নতুন ডিজাইনের পোশাক। তবে আর অপেক্ষা কিসের?

ঝাড়গ্রামমেদিনীপুর শহরের ছোটো বড়ো দোকান গুলোতে তাকালেই কম বেশি ভিড় দেখা যায়। খুচরা ব্যবসায়ীদের জিজ্ঞাস করলে তারা জানায় পূজার জন্য কেনাকাটা শুরু করেছে অনেকেই, দোকানেও পূজার জন্য নতুন নতুন ডিজাইন আসতে শুরু করেছে। তবে এখনো খুব বেশি ভিড় হয়নি। অনেকেই আছেন যারা ভিড় এড়াতে আগেই শপিং করেন।

আরও পড়ুন:  শরতের আগমনে পুজোর আগেই পুজোর শপিং

মেদিনীপুরের বড়বাজারে রয়েছে বিখ্যাত ছিট কাপড়ের দোকান। এছাড়াও এই শহরে রয়েছে দত্ত ক্লোথ স্টোর, ভুত্রা এমপোরিয়াম। এই দোকানগুলোতে পুজোর আগেই ভিড় জমে উঠতে শুরু করেছে। মেদিনীপুরে সদ্য উদ্বোধন হয়েছে শ্রীলেদার্সের। প্রথম দিনেই ভিড় ছিল প্রচন্ড। লাইন পড়েছিল ভোর থেকে। পুজোর আগে স্টাইলিশ জুতোর খোঁজেও মেদিনীপুরবাসী এখন শ্রীলেদার্স-মুখী। অন্যদিকে ঝাড়গ্রামের বিখ্যাত প্রিয়দর্শিনী রয়েছে। এছাড়াও রয়েছে জুবলী মার্কেট। এই জুবলী মার্কেটে কম দামী থেকে শুরু করে নামী দামী কাপড়ও পাওয়া যায়। পুজোর কেনাকাটা করতে শহরের মানুষজন ছাড়াও লক্ষ লক্ষ গ্রামের মানুষও ভিড় জমাতে শুরু করেছেন এই দুই শহরে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ