Vasaka : বাসক পাতার নানান গুণ, জেনে নিন একনজরে

Vasaka : বাসক পাতার নানান গুণ, জেনে নিন একনজরে

ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন, বা অল্প বৃষ্টিতে ভিজলেই বর্তমান সময়ে সর্দি কাশি একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অল্প ঠান্ডা লাগলেই বুকে কফ জমার বিষয়টিও ঘটেই থাকে। তবে গ্রাম্য প্রকৃতিতে পাওয়া বাসক পাতার মধ্যেই রয়েছে এর সমাধান। কফ সিরাফ বা বিভিন্ন ধরণের ওষুধ খেয়েও যে সমস্যার সমাধান হচ্ছে না বাসক পাতা সেই সমাধান করতে বিশেষ উপকারী।

বাসক পাতা খেতে তিতা হলেও কাজের ক্ষেত্রে হাজার গুনের অধিকারী। শুধু পাতা নয় বাসক গাছের ফুল, মূল বা শেকড়ের মধ্যেও রয়েছে একাধিক ঔষধী গুন।

আরও পড়ুন:  থানকুনি পাতার দশটি উপকার সম্পর্কে জেনে রাখুন

বাসক পাতার মধ্যে থাকা ভ্যাসিসিন উপাদানটি ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে ভীষণ উপকারী। নিয়মিত বাসক পাতার রস বা বাসক পাতা সিদ্ধ করে ওই জলটি খেলে উপকার পাওয়া যায়।

বর্তমান সময়ে টিবি রোগটি বেশি মাত্রায় লক্ষ করা যায়। টিবি রোগেও বাসকপাতা বিশেষ উপকারী। বাসক পাতার মধ্যে থাকা অ্যানিটি-মাইক্রোবিয়াল উপাদানটি ব্রঙ্কাইটিস ও হুপিং কাশির সমস্যা এড়াতে সাহায্য করে।

আরও পড়ুন:  থানকুনি পাতার দশটি উপকার সম্পর্কে জেনে রাখুন

কাশি দূর করতে বাসক পাতা খুবই উপকারী। বাসকপাতার রসের সাথে সামান্য পরিমানে তুলসী পাতার রস বা মধু মিশিয়ে খেলে খুব ভালো উপকার পাওয়া যায়।

গেঁটো বাতের ব্যথা দূর করতে বাসক পাতা বেঁটে হলুদ ও চুনের সাথে লাগালে উপকার পাওয়া যায়। এছাড়াও রক্ত চাপ নিয়ন্ত্রণ, মুখের ব্রণ দূর করতে বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে বাসক পাতা ভীষণ উপকারী।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ