Puja Shopping: পুজোর কেনাকাটার টিপস, প্ল্যান করে নিখুঁত করুন শপিং

Puja Shopping: পুজোর কেনাকাটার টিপস, প্ল্যান করে নিখুঁত করুন শপিং

 

পুজো ক্রমশ এগিয়ে আসছে। তাই পাল্লা দিয়ে চলছে বাঙালির পুজো পূর্ববর্তী শপিং ফেস্টিভ্যাল। নিয়মিত প্ল্যান চলছে পুজোর কোন দিন কোন পোশাক পড়া হবে, সেই অনুযায়ী পছন্দের পোশাক অন্বেষণে এই দোকান থেকে সেই দোকান। কিন্তু অনেক ক্ষেত্রেই পরিশেষে দেখা যায়, কেনাকাটায় খুত রয়ে গিয়েছে। তাই শপিং এর আগে জেনে নিন কিছু প্রয়োজনীয় টিপস।

১. প্রথমের কেনাকাটার জিনিসপত্রের একটি তালিকা প্রস্তুত করুন। তাতে সুবিধা হবে।
২. জিনিস পত্রের লিস্ট অনুযায়ী কোন দোকানে কোথায় সেই ধরনের জিনিস ভালো ও সস্তায় মিলতে পারে সেই বিষয়ে আগাম খোঁজ খবর নিয়ে নিন।
৩. জিনিসপত্রের দাম কেমন চলছে সেই বিষয়ে খোঁজ রাখুন।
৪. রাস্তায় বসা অস্থায়ী দোকান থেকে কম মূল্যের জিনিস কিনলেও দামি জিনিসের ক্ষেত্রে বিশ্বস্ত দোকান থেকেই কিনুন। এক্ষেত্রে জিনিসে কোনো সমস্যা বের হলে সহজেই ফেরত অথবা বদল করতে সুবিধা হবে।
৫. জিনিস কেনার পর অবশ্যই বিল নেবেন।
৬. কেনাকাটার পর বাড়িতে ফিরে জিনিস গুলি পরীক্ষা করে নিন ভালো করে। সেই সঙ্গে বিলের দাম মিলিয়ে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ